Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৩, ২৮ মার্চ ২০২১
আপডেট: ১৬:২৫, ২৮ মার্চ ২০২১

৬৭ রানের ব্যবধানে টাইগারদের হার

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের অস্বস্তিকর স্বাদ হজম করেই মাঠে নেমেছিল টাইগাররা। লক্ষ্য ছিল নিউজিল্যান্ডের মাটি অধরা জয়কে ছিনিয়ে নেওয়ার। কিন্তু নাহ! এবারের মিশনও ব্যর্থ। হারতে হয়েছে ৬৭ রানের বড় ব্যবধানে।

লকি ফার্গুসনরা শুরু থেকে চেপে ধরেন মাহমুদউল্লাহ রিয়াদদের। পরে ঘূর্ণি জাদুতে ইশ সোধি টাইগার ব্যাটসম্যানদের যেভাবে বশ মানাতে থাকেন। তাতে দলীয় স্কোর ১০০ পেরোয় কিনা সেটা নিয়েই দেখা দিয়ে ছিল সংশয়।

টানা দুই বলে ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসানকে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ পেয়ে ছিলেন সোধি। কিন্তু কিউই এ লেগ স্পিনার সুযোগটা কাজে লাগাতে না পারায় বড় বাঁচা বেঁচে যায় বাংলাদেশ। শঙ্কা উড়িয়ে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানের সম্মানজনক স্কোর দাঁড় করায় লাল-সবুজের প্রতিনিধিরা।

বিপর্যয়কর এলোমেলো ব্যাটিংয়ের মাঝে দ্যুতি ছড়ান কেবল আফিফ হোসেন। ব্যক্তিগত সর্বোচ্চ ৪৫ রান তুলে লকি ফার্গুসনের বলে বোল্ড হয়ে ফেরেন তরুণ এ অলরাউন্ডার। তাকে সঙ্গ দিয়ে ৩৪ রানে অপরাজিত থেকে যান মোহাম্মদ সাইফুদ্দিন। তার আগে ওপেনার মোহাম্মদ নাঈম সাজঘরের পথ ধরেন ২৭ রান নিয়ে। আর মাহমুদউল্লাহ দলীয় স্কোরে যোগ করেন ১১ রান। বাকি ব্যাটসম্যানদের কেউ দুই অঙ্কের ঘরও স্পর্শ করতে পারেননি।

  • নিউজিল্যান্ড: ২১০/৩, ২০ ওভার (ডেভন ৯২*, ইয়াং ৫৩, গাপটিল ৩৫, ফিলিপস ২৪; নাসুম ২/৩০ ও মেহেদি ১/৩৭)।
  • বাংলাদেশ: ১৪৪/৮, ২০ ওভার (আফিফ ৪৫, সাইফউদ্দিন ৩৪, নাঈম ২৭, মাহমুদউল্লাহ ১১; সোধি ৪/২৮ ও ফার্গুসন ২/২৫)।
  • ফল: নিউজিল্যান্ড ৬৬ রানে জয়ী।
  • সিরিজ: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে এখন নিউজিল্যান্ড।
  • ম্যাচসেরা: ডেভন কনওয়ে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়