Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:০১, ২৮ মার্চ ২০২১
আপডেট: ১৫:০২, ২৮ মার্চ ২০২১

আইপিএলে খেলতে ছাড়পত্র পেলেন মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান

আইপিএল খেলতে ইতোমধ্যে ভারতে পৌঁছে গেছেন সাকিব আল হাসান। এবার জানা গেল মোস্তাফিজুর রহমানেরও আইপিএলে খেলতে কোনো বাঁধা নেই। কেননা তাকে ছাড়পত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে জানান, ‘মোস্তাফিজকেও ছাড়পত্র দেওয়া হয়েছে।’

এ বছরের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নামবেন মোস্তাফিজুর রহমান। ১ কোটি রুপিতে তাকে কিনেছে দলটি।

এর আগে শনিবার (২৭ মার্চ) কলকাতা গিয়েছেন সাকিব আল হাসান। আইপিএলে খেলবেন বলেই শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নেন সাকিব। শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।

মোস্তাফিজ অবশ্য বলেছিলেন, টেস্ট দলে থাকলে তিনি দেশের হয়ে খেলাকেই প্রাধান্য দেবেন। তবে আইপিএলের ছাড়পত্র যেহেতু পেয়েছেন, এর অর্থ শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় দুই টেস্টের সিরিজের দলে থাকছেন না মোস্তাফিজ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়