Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:২০, ২৯ মার্চ ২০২১
আপডেট: ১৪:২১, ২৯ মার্চ ২০২১

আজ সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-নেপাল

ট্রফির সাথে বাংলাদেশ ও নেপালের অধিনায়ক

ট্রফির সাথে বাংলাদেশ ও নেপালের অধিনায়ক

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ট্রফি জিতে নেপাল থেকে ফিরতে চান ফুটবলাররা। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৫.৪৫ মিনিটে নেপালের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ।

সাফ চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে উঠলেও, বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হয় রানার্সআপ হয়ে। ২০১০ সালে ঢাকায় এসএ গেমস ফুটবলের স্বর্ণ জিতলেও সেটা ছিল অনূর্ধ্ব-২৩ দলের।

দেশ উদযাপন করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এ সময়ে লাল-সবুজ জার্সিধারীদের সামনে ট্রফি জয়ের হাতছানি। কিরগিজস্তান অলিম্পিক দলকে ১-০ গোলে হারিয়ে এবং নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করে ফাইনাল মঞ্চে উঠেছে বাংলাদেশ।

অন্যদিকে নেপাল দুই ম্যাচ ড্র করে ফাইনালে। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায় শেষ হাসি ফুটবে কাদের মুখে সে অপেক্ষায় দুই দেশের ফুটবলামোদীরা।

বাংলাদেশ কোচ জেমি ডে শুরু থেকেই বলে আসছিলেন এই টুর্নামেন্ট তার কাছে জুনের বিশ্বকাপ বাছাইয়ের জন্য খেলোয়াড়দের পরীক্ষা। যে কারণে তিনি ফলাফলকে গুরুত্ব দিচ্ছেন না। তবে ফাইনালে ওঠার পর সবার মধ্যেই তৈরি হয়েছে ট্রফিজয়ের তৃষ্ণা। অনেক বছর যে ট্রফি জেতে না বাংলাদেশ।

নেপাল অজেয় দল নয় বাংলাদেশের জন্য। এই তো গত নভেম্বরে ঢাকায় বঙ্গবন্ধু সিরিজে নেপালকে ১-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ ২-০ গোলে জিতে দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়