স্পোর্টস প্রতিবেদক
আপডেট: ২০:২২, ২৯ মার্চ ২০২১
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ট্রফি উপহার দিতে ব্যর্থ ফুটবলাররাও
নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ ক্রিকেট দলের হারের পর ক্রীড়াপ্রেমীদের নজর ঘুরে গিয়েছিলো ফুটবলের দিকে। বিপক্ষে তুলনামূলক সহজ দল নেপাল। সবার আশা ছিলো স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ক্রিকেটে না হলেও ফুটবলে আসবে একটা ট্রফি।
এটা শুধু ক্রীড়াপ্রেমীদের না, ফুটবলারদের মুখ থেকেও শোনা গিয়েছিলো। তারাও চেষ্টায় ছিলেন বাংলাদেশের ৫০তম জন্মবার্ষিকীতে ট্রফি উপহার দেওয়ার। শিরোপা জিততে পারলে বিপুল পরিমানে অর্থ পুরস্কারের ঘোষণাও দিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। কিন্তু আবারও সেই গুড়ে বালি।
ট্রফি জেতার আশা ভেঙে দিয়েছে নেপাল। আজকের ম্যাচে নেপালের কাছে দুঃখজনক হার তারই সাক্ষী।
সোমবার (২৯ মার্চ) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশকে ২-১ গোলে হারিযে চ্যাম্পিয়ন হয়েছে নেপাল।

আগের দুই ম্যাচে কোনো গোল করতে পারেনি নেপাল। তারা সেটা পুষিয়ে নিলো ফাইনালে। বাংলাদেশের জালে দুইবার বল পাঠিয়ে নিজেদের আয়োজিত টুর্নামেন্টের ট্রফিটি রেখে দিলো। নেপাল দুটি গোল করেছে প্রথমার্ধে। এক কথায় প্রথম ৪৫ মিনিটেই ফাইনালটি নিজেদের করে নেয় হিমালয়ের দেশের ফুটবলাররা।
১৮ ও ৪২ মিনিটে গোলদুটি হজম করেছে জেমি ডে’র শিষ্যরা। ১৮ মিনিটে গোলরক্ষক আনিসুর রহমান জিকো দারুণ এক সেভ করেছিলেন কর্নারের বিনিমিয়ে। ওই কর্নার থেকেই গোল আদায় করে নেয় স্বাগতিকরা। ডিফেন্ডারের ফিরিয়ে দেয়া বল বাংলাদেশের একাধিক খেলোয়াড়ের পায়ের ফাঁক দিয়ে জালে পাঠান সানজগ রাই।
দ্বিতীয় গোলটি করেছেন বিশাল রাই ৪২ মিনিটে। ৮৩ মিনিটে জামাল ভূঁইয়ার কর্নার থেকে সুফিল হেডে গোল করে ব্যবধান ১-২ করেন। শেষ পর্যন্ত ১-২ গোলের হারেই ২২ বছর পর নেপালের কাঠমান্ডুতে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। ১৯৯৯ সালে এই স্টেডিয়ামেই নেপালকে ফাইনালে হারিয়ে বাংলাদেশ এসএ গেমসে প্রথম স্বর্ণ জিতেছিল।
আইনিউজ/এসডি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























