Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৯, ৩০ মার্চ ২০২১
আপডেট: ১২:৫৩, ৩০ মার্চ ২০২১

টাইগারদের ঝড়ো ফিল্ডিং, বিপর্যয়ে নিউজিল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করছে স্বাগতিক নিউজিল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৯ ওভারে ৩ উইকেটে ৭১ রান।

তাসকিন আহমেদের করা ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান ফিন অ্যালেন। দ্বিতীয় বলেও তুলে মেরেছিলেন অ্যালেন। বত এত উঁচুতে উঠেছিল যে ধারাভাষ্যকার বলছিলেন, মনে হয় অকল্যান্ড থেকে হ্যামিলটনে শট খেলেছে। মিড-অনে দাঁড়িয়ে থাকা মাহমদুউল্লাহ রিয়াদ ক্যাচটি নিতে পারতেন। কিন্তু তিনি সুযোগটি হাতছাড়া করেন।

ওভারের শেষ বলেও তুলে মেরেছিলেন অ্যালেন। এবার আর তিনি রক্ষা পাননি। স্কোয়ার লেগে দাঁড়িয়ে ক্যাচটি লুফে নেন নাঈম শেখ। ১০ বলে ১৭ রান করেন অ্যালেন।

ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন মোহাম্মদ সাইফউদ্দিন। ওভারের শেষ বলে শর্ট ফাইন লেগে এক হাতে দুর্দান্ত একটি ক্যাচ নেন তাসকিন। তাসকিনের উড়ন্ত এই ক্যাচ দেখে ব্যাটসম্যান মার্টিন গাপটিল নিজেই হতভম্ভ হয়ে যান। ফেরার আগে ১৮ বলে ২১ রান করেন গাপটিল।

সপ্তম ওভারে বোলিংয়ে আসেন শরিফুল ইসলাম। ওভারের প্রথম বলে ডিপ মিডউইকেটে মিথুনের হাতে ক্যাচ হন ডেভন কনওয়ে। ৯ বল খেলে তিনি করেন ১৫ রান।

বাংলাদেশ একাদশ: 

লিটন দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ (ক্যাপ্টেন), আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: 

মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (ক্যাপ্টেন), ইশ সোধি, হামিশ বেনেট ও অ্যাডাম মিলনে। 

আইনিউজ/এসডি

সংশ্লিষ্ট নিউজ: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে নেই মোস্তাফিজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়