স্পোর্টস ডেস্ক
আপডেট: ১৫:৫৪, ৩০ মার্চ ২০২১
বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য ১৬ ওভারে ১৭০ রান
সংগৃহীত
প্রথম টি-টোয়েন্টির মতো সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বড় সংগ্রহের পথে ছিল নিউজিল্যান্ড। তবে বৃষ্টি বাগড়া দেওয়ায় পুরো ইনিংস শেষ করতে পারেনি টস হেরে আগে ব্যাট করা দলটি।
বৃষ্টি আইনে বাংলাদেশ ম্যাচে লক্ষ্য পেয়েছে ১৬ ওভারে ১৭০ রানের।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছিল বৃষ্টির কারণে লক্ষ্য ১৬ ওভারে ১৪৮ রান। সেই লক্ষ্যে শুরু হয় বাংলাদেশ দলে ইনিংস। কিন্তু ১.৩ ওভার পর থামিয়ে দেয়া হয় খেলা। জানানো হয় যে, এখনও চূড়ান্ত হয়নি বাংলাদেশ দলের লক্ষ্য।
টিভি পর্দায় দেখা যায় ম্যাচ রেফারির রুমে বাংলাদেশ দলের ম্যানেজার। বেশ কিছুক্ষণ ধরে হিসেব নিকাশের পর নতুন করে জানানো হয়, বাংলাদেশ দলকে জয়ের জন্য করতে হবে ১৬ ওভারে ১৭০ রান। অথচ ততক্ষণে ১.৩ ওভার ব্যাটিং করে ১২ রান তুলে ফেলেছিল বাংলাদেশ।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭.৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭৩ রান করতে সক্ষম হয়েছিল নিউজিল্যান্ড। এরপর দ্বিতীয় দফার বৃষ্টিতে আর ব্যাটিংয়ে নামা হয়নি তাদের।
প্রায় ৫০ মিনিট খেলা বন্ধ থাকায় কাঁটা হয় ওভার, বাংলাদেশ দলের ১৬ ওভারে ১৭০ রান। যদিও প্রথমে জানানো হয়েছিল, ১৬ ওভারে করতে হবে ১৪৮ রান। কিন্তু পরে আরও ২২ রান বেড়ে যায়।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় গ্লেন ফিলিপস ৩১ বলে ৫৮ রানে অপরাজিত ছিলেন। এছাড়া ডারিল মিচেল ১৬ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। এই জুটি ২৭ বলে তুলে ফেলে ৬২ রান।
কিউইদের যে ৫ উইকেট পড়েছে তার দুটি নিয়েছেন মেহেদি হাসান। ১টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
সিরিজে সমতা ফেরাতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই মাহমুদউল্লাহ রিয়াদদের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬৬ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























