Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:২৭, ৩১ মার্চ ২০২১
আপডেট: ২২:৪৮, ৩১ মার্চ ২০২১

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের পর্দা উঠছে বৃহস্পতিবার

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে বৃহস্পতিবার। উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিওএ জানিয়েছে, করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, দর্শকের সুরক্ষার প্রয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনে কাটছাঁরা হয়েছে।

উদ্বোধন উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গেট দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বেলা ৩টায়। সাড়ে ৫টা পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হবে মূল অনুষ্ঠান।

এরপর অডিও ভিজ্যুয়াল প্রদর্শনীর মাধ্যমে পর্দায় তুলে ধরা হবে বাংলাদেশের খেলাধুলার উল্লেখযোগ্য সাফল্য গাঁথা।

সন্ধ্যা পৌনে ৭টায় বাজানো হবে জাতীয় সংগীত। এরপরই শুরু হবে অডিও ভিজ্যুয়াল প্রদর্শনী। এক ঝলকে তুলে ধরা হবে দেশের খেলাধুলা সম্পর্কে।

খেলোয়াড় ও কর্মকর্তারা মাঠে প্রবেশ করবেন ৬টায় ৫২ মিনিটে। প্রতিযোগিতার শপথবাক্য পাঠ করাবেন তারকা আর্চার রোমান সানা।

সন্ধ্যা ৭টা ৮ মিনিটে স্বাগত বক্তব্য রাখবেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিওএ সভাপতি ও গেমসের সাংগঠনিক কমিটির নির্বাহী চেয়ারম্যান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এ ছাড়াও বক্তব্য রাখবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

সন্ধ্যা সোয়া ৭টায় ভার্চ্যুয়ালি বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপরই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গেমসের মশাল প্রজ্বলন করবেন গলফার সিদ্দিকুর রহমান ও ২০১৬ এসএ গেমসে ২টি স্বর্ণপদক জয়ী সাঁতারু মাহফুজা খাতুন শীলা।

অনুষ্ঠানের শেষ দিকে থাকবে মাসকট প্যারেড, বঙ্গবন্ধু ও বাংলাদেশকে নিয়ে প্রদর্শনী, স্টেজ শো।

সাড়ে ৮টায় শুরু হওয়ার লেজার শো, পাইরো এবং আতশবাজি প্রদর্শনীর মধ্য  দিয়ে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়