Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৫, ১ এপ্রিল ২০২১
আপডেট: ১২:২৭, ১ এপ্রিল ২০২১

লিটনের নেতৃত্বে মাঠে টাইগাররা, এড়াতে হবে হোয়াইটওয়াশ

গত ম্যাচে উরুতে চোট পেয়েছেন, তাই এই ম্যাচে থাকছেন না নিয়মিত ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার স্থানে টাইগারবাহিনীর নেতৃত্ব দিবেন লিটন দাস।

অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে লিটনের নেতৃত্বেই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

আবহাওয়ার পূর্বাভাসই ঠিক হয়েছে। বৃষ্টি হানা দিয়েছিল অকল্যান্ডের ইডেন পার্কে। মাঠ ভেজা থাকায় এখনো টস হয়নি। তবে বৃষ্টি থেমে যাওয়ায় ক্রিজ থেকে তুলে নেওয়া হয় কাভার। কিন্তু ফের শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

সূচি অনুযায়ী বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় হওয়ার কথা ছিল টস। বৃষ্টির কারণে পিছিয়ে যায় তা। টসের নতুন সময় এখনো ঠিক হয়।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই হারল বাংলাদেশ। মঙ্গলবার নেপিয়ারের ম্যাকলেন পার্কে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশ হেরেছে ২৮ রানে।

প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের দল হেরেছিল ৬৬ রানে। আগামী ১ এপ্রিল সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিন জয়ের জন্য ১৬ ওভারে বাংলাদেশকে করতে হতো ১৭০ রান। কিন্তু টাইগাররা ১৬ ওভারে ৭ উইকেটে ১৪২ রান করতে সক্ষম হয়।

দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন সৌম্য সরকার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন নাঈম শেখ।

নিউজিল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৬ ওভারে ১৭০ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে ১ উইকেটে ৭৬ রান। শুরুতে লিটন দাস আউট হলেও নাঈম শেখ ও সৌম্য সরকার দুর্দান্ত ব্যাট করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ২৫ বলে ব্যক্তিগত অর্ধশত পূরণ করেছেন সৌম্য। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তার তৃতীয় অর্ধশত।

বড় লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার লিটন দাসকে হারায় বাংলাদেশ। দলীয় ১৩ রানে হামিশ বেনেটের বলে গ্লেন ফিলিপসের হাতে ক্যাচ হন তিনি। ৫ বলে ৬ রান করেন লিটন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়