Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:১১, ১ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:২০, ১ এপ্রিল ২০২১

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

মাঠে গড়িয়েছে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। বৃষ্টির কারণে ১০ ওভারে নেমে এল খেলা। টস জিতে যেখানে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

ঊরুর চোটে এই ম্যাচ মাঠে গড়ানোর আগেই ছিটকে গেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস।

ওয়ানডের পর নিউজিল্যান্ডের কাছে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে নেমেছে টাইগাররা। শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় দুপুর ১২টায়। কিন্তু বৃষ্টির কারণে টস হয়েছে দেরিতে। এর ফলে কমেছে ওভারও।

নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত সব মিলিয়ে ৩১টি ম্যাচই হেরেছে বাংলাদেশ (১৬টি ওয়ানডে, ৯টি টেস্ট ও ৬টি টি-২০)।

প্রথম টি-২০ ম্যাচে খেলতে নেমে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেনি বাংলাদেশ। ৬৬ রানে ম্যাচ হারে তারা। আর দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে টার্গেট নিয়ে হওয়া নাটক বেশ ভুগিয়েছে টাইগারদের।

দ্বিতীয় ম্যাচ থেকে শুধুমাত্র ইতিবাচক দিক হলো সৌম্য সরকারের ব্যাটিং। সৌম্যর বিধ্বংসী ব্যাটিং ১০ ওভার পর্যন্ত বাংলাদেশকে ম্যাচে রেখেছিলো। কিন্তু তার আউটের পর মিডল-অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থতার পরিচয় দেন। ২৭ বলে ৫১ রান করেন সৌম্য। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ২৮ রানে ম্যাচ হারে বাংলাদেশ।

আগের ম্যাচে সৌম্যর বিধ্বংসী ব্যাটিং তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে দলের অন্য খেলোয়াড়দের আত্মবিশ্বাস দিচ্ছে বলে মনে করেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো।

অকল্যান্ডের ইডেন পার্কে এখনও পর্যন্ত ২৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড ক্রিকেট। যেখানে তারা জিতেছে ৮টি আর হেরেছে ১২টি। ফল আসেনি বাকি তিন ম্যাচে। অন্যদিকে ইডেন পার্কে এ পর্যন্ত কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি বাংলাদেশ।

উল্লেখ্য, এখন পর্যন্ত ৯৮টি টি-২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে মাত্র ৩২টিতে জিতেছে তারা এবং ৬৪ ম্যাচ হেরেছে। বাকী দু’ম্যাচ পরিত্যক্ত হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ ম্যাচে এখনো জয়হীন রয়েছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হাসান শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, রুবেল হোসেন ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারেল মিচেল, টিম সাউদি, অ্যাডাম মিলনে, টড অ্যাস্টল ও লকি ফার্গুসন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়