Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:১২, ১ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:৩৪, ১ এপ্রিল ২০২১

টি-২০তেও হোয়াইটওয়াশ এড়াতে পারল না টাইগাররা

ক্যাচ ধরার পর টিম সাউদি

ক্যাচ ধরার পর টিম সাউদি

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে তিন ম্যাচ সিরিজের শেষ টি-২০তে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ রক্ষা হলো না।

অকল্যান্ডের ইডেন পার্কে প্রথমে ব্যাট করে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪১ রান করে নিউজিল্যান্ড। জবাবে বাংলাদেশ ৯.৩ ওভারে অল আউট হওয়ার আগে করতে পারে ৭৬ রান। হার মানে ৬৫ রানে।

নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত সব মিলিয়ে ৩২টি ম্যাচই হারল বাংলাদেশ (১৬টি ওয়ানডে, ৯টি টেস্ট ও ৭টি টি-২০)।

আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের ওপর তাণ্ডব চালান মাত্র তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামা ওপেনার ফিন এলেন। দশম ওভারের চতুর্থ বলে আউট হওয়ার আগে ২৯ বলে ৭১ রান করেন তিনি ১০ চার ও ৩ ছক্কায়। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটিটি করেছেন তিনি ১৮ বলে। আরেক ওপেনার মার্টিন গাপটিল ১৯ বলে ৪৪ রান করেন।

বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মেহেদি হাসান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়