Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৩০, ৩ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:২২, ৩ এপ্রিল ২০২১

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন জুয়েল

জুয়েল আহমেদ

জুয়েল আহমেদ

বাংলাদেশ গেমসের সাঁতার ডিসিপ্লিনের শুরুতেই নতুন রেকর্ড হয়েছে। ২০০ মিটার ব্যাকস্ট্রোকে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ। 

শনিবার ২ মিনিট ১৬.১২ সেকেন্ড সময় নিয়ে সেরা হন জুয়েল। তার আগের রেকর্ড টাইমিং ছিল- ২ মিনিট ১৬.১৩ সেকেন্ড, ২০১৯ সালে জাতীয় সাঁতারে।

রেকর্ডের পর জুয়েল আহমেদ বলেন, ‘আমার কাছে রেকর্ডের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল সোনার পদক। শুরুটা ভালো হয়েছে। আশা করছি, বাকি ইভেন্টগুলোতে ভাল করব।’

কুষ্টিয়া থেকে উঠে আসা এ সাঁতারু আরো বলেন, ‘বঙ্গবন্ধুর নামে আয়োজিত হচ্ছে এ গেমস। বিশেষ এ আয়োজনে নিজের প্রথম ইভেন্টে রেকর্ড গড়তে পারাটা ছিল তৃপ্তির।’

রেকর্ড গড়ার পরও নিজের টাইমিংয়ে অবশ্য পুরোপুরি সন্তুষ্ট নন জুয়েল আহমেদ, ‘করোনা পরিস্থিতির কারণে প্রস্তুতি বিঘ্নিত হয়েছে। নইলে টাইমিংটা আরো ভালো হতে পারতো।’ যোগ করেন, ‘বিরূপ পরিস্থিতিতেও আমার সংস্থা বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সহায়তা করেছে। এ জন্য আমি কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

এর আগে বাংলাদেশ গেমস সাঁতারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। করোনা পরিস্থিতির কারণে উদ্বোধনী অনুষ্ঠান ছিল অনাড়ম্বর। মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সকাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে সাঁতারের উদ্বোধনী ঘোষণা দেন বিওএ মহাসচিব।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়