Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:০১, ৩ এপ্রিল ২০২১
আপডেট: ১৮:০২, ৩ এপ্রিল ২০২১

‘সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত বঙ্গবন্ধু গেমস চলবে’

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ৭ দিনের লকডাউনের ঘোষণা দিতে চলেছে সরকার। এমন অবস্থায় বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস চালিয়ে যাওয়ার বিষয়ে শঙ্কা জেগেছে। তবে এই গেমস যথারীতি চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

শনিবার (৩ এপ্রিল) শাহেদ রেজা জানিয়েছেন, সরকারি নির্দেশনা না পাওয়া পর্যন্ত গেমস চলবে। তার বিশ্বাস শেষ পর্যন্ত গেমসটি শেষ করতে পারবেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘এই মুহুর্তে তো সরকারের কাছ থেকে আমরা কোনো নির্দেশনা পাইনি। আমাদের যে প্রোগ্রাম আছে সেই অনুযায়ীই আমরা এগুচ্ছি। আর সরকারের নির্দেশনা না আসা পর্যন্ত আমি কোনো মন্তব্য করতে পারব না।

তিনি আরো বলেন, এরই মধ্যে আমাদের প্রায় ৮০ ভাগ গেমস সম্পন্ন হয়ে যাবে। দলীয় খেলা কিছু থাকবে, ইনশাআল্লাহ আমরা সেগুলোই চালিয়ে যাব। ঢাকার বাইরের খেলাগুলোও চলছে। আর সরকার থেকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে যদি নির্দেশনা আসে, সেটা শুধু ঢাকার মধ্যেই প্রযোজ্য না। যেখানে যেখানে আমাদের ইভেন্ট আছে সব জায়গাতেই নির্দেশনা চলে যাবে।

শাহেদ রেজা যোগ করেন, সরকার থেকে যে নির্দেশনা আসবে সে মোতাবেকই সবকিছু হবে। সরকার অবশ্যই বাংলাদেশ গেমস নিয়ে অবগত আছে। আর সবাই জানে যে এখানে বাংলাদেশ গেমস হচ্ছে এবং আমরা আশাবাদী শেষ পর্যন্ত গেমসটি আমরা শেষ করতে পারব।

তিনি বলেন, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী এটার উদ্বোধন ঘোষণা করেছেন। তার ধারাবাহিকতায় আমরা বিভিন্ন ভেন্যুতে যাচ্ছি ইতোমধ্যে যেগুলো শুরু হয়ে গেছে। বেশিরভাগ গেমসই শেষ পর্যায়ে; কিছু কিছু গেম তো থাকবেই। যখন সরকারের কোনো নিদের্শনা আমাদের কাছে আসবে সেই মোতাবেক আমরা সিদ্ধান্ত নিবো।

করোনাকালীন সময়ে সবাই সুন্দরভাবে গেমসে অংশ নিচ্ছেন বলে জানান বিওএর মহাসচিব শাহেদ রেজা, সবাই গেমসের মধ্যেই আছে। আর ফিকশ্চার অনুযায়ীই সবাই খেলছে। যদি কোনো ফেডারেশন মনে করে কোনো গেমসটাকে একদিনের মধ্যে দুই তিনটা ইভেন্টের খেলা এগিয়ে এনে শেষ করতে পারে তাতে তো আমাদের কোনো আপত্তি নেই। আমাদের গেমসটা সুন্দরভাবে শেষ হবে।

বিওএ মহাসচিব আরো বলেন, আমি দেখছি সবাই স্বতস্ফুর্তভাবে গেমসে উপস্থিত আছেন এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করছেন। আমরা ওই দিক থেকে নিশ্চিত, যে সমস্ত প্লেয়ার এবং স্টাফরা এসেছেন তারা কিন্তু সবাই কোভিড টেস্ট করিয়েই এসেছেন। মেডিকেল কমিটি এবং বোর্ড তারা সবকিছু পর্যবেক্ষণ করছে।

ঢাকার বাইরে থেকে যারা এসেছেন লকডাউনের মধ্যে তাদের যাওয়ার ব্যবস্থা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন করবে বলে নিশ্চিত করেছেন শাহেদ রেজা, ‘ঢাকার বাইরে থেকে যেসব খেলোয়াড় আসবে, তাদের যাওয়ার বন্দোবস্ত অবশ্যই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন করবে। সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। যারা ইতোমধ্যে ঢাকায় অবস্থান করছে,তাদের যাওয়ার ব্যবস্থা অবশ্যই আমরা করব।’

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়