Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫২, ৪ এপ্রিল ২০২১
আপডেট: ১০:৫৪, ৪ এপ্রিল ২০২১

নেইমারের লাল কার্ড, পিএসজির হার

ফরাসি লিগ ওয়ানে শনিবার ছিল ‘হাই ভোল্টেজ’ ম্যাচ। মুখোমুখি লড়াইয়ে নেমেছিল শীর্ষে থাকা দুই দল পিএসজি ও লিলে। এমন ম্যাচে শেষ মুহূর্তে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন নেইমার। হেরে গেছে তার দলও। আর ১-০ গোলের জয়ের সুবাদে শীর্ষে উঠে গেছে লিলে।

পিএসজির মাঠে লিলের পক্ষে একমাত্র গোলটি করেন ২০ বছর বয়সী তরুণ জোনাথন ডেভিড। ম্যাচের ২০তম মিনিটে গোলটি করেন তিনি।

ম্যাচের শেষ মুহূর্তে নেইমারের সঙ্গে লাল কার্ড দেখেন লিলের তিয়াগো ডিজালো। নেইমারকে কড়া ট্যাকেল করছিলেন তিয়াগো। মেজাজ হারিয়ে নেইমার তাকে ধাক্কা মেরে বসেন। যে ঘটনায় দ্বিতীয় হলুদ দেখে মাঠ ছাড়তে হয় তাকে। উত্তেজনাকর সেই মুহূর্তে তিয়াগোও লাল কার্ড দেখেন।

২০২০ সালের পর থেকে এ নিয়ে তিনবার লাল কার্ড দেখলেন নেইমার। ফ্রেঞ্চ লিগে এই সময়ে তার চেয়ে বেশি লাল কার্ড দেখেননি কেউ।

এদিনের হারের ফলে লিলের থেকে তিন পয়েন্ট পিছিয়ে পড়ল পিএসজি। তাতে টানা চার বার লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নেও জোড় ধাক্কা লাগল বলতে হবে।

৩১ ম্যাচে ১৯ জয় ও ৯ ড্রয়ে ৬৬ পয়েন্ট শীর্ষে থাকা লিলের। যারা সবশেষ লিগ শিরোপা জিতেছে ২০১০-১১ মৌসুমে। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে পিএসজি। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে আছে মোনাকো।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়