Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:০০, ১০ এপ্রিল ২০২১
আপডেট: ১৭:০১, ১০ এপ্রিল ২০২১

করোনায় শ্রীলঙ্কা সফর পেছাবে না: সুজন

নিজামউদ্দিন চৌধুরী সুজন

নিজামউদ্দিন চৌধুরী সুজন

করোনাভাইরাসের কারণে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর পেছাবে না বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। এমনকি আইসিসির এফটিপি অনুযায়ী শ্রীলঙ্কা দলেরও যে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে, সেই সূচিও বলবৎ রয়েছে বলে জানান তিনি।

শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের সফর নিয়ে সিইও সুজন বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামী ১২ তারিখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কাতে দুই টেস্ট ম্যাচে অংশগ্রহণের জন্য কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করবে। আইসিসির এফটিপি অনুযায়ী শ্রীলঙ্কাও বাংলাদেশে আসার কথা রয়েছে। আশা করছি মধ্য মে’তে শ্রীলঙ্কা তিনটা ওয়ানডে ম্যাচ খেলার জন্য বাংলাদেশে আসবে।’

বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমরা সবকিছু বিবেচনায় রেখেই প্রোগ্রাম করছি। তারপরও যদি কোনো অসুবিধা হয় আমরা পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেব।’

শ্রীলঙ্কায় এবার বাংলাদেশ দলের ক্রিকেটারদের ওপর কোয়ারেন্টাইনের বড় কোনো চাপ নেই। এ নিয়ে সিইও বলেন, ‘আমাদের যেটা পরিকল্পনা রয়েছে প্রথম তিন দিন রুম কোয়ারেন্টাইন, তারপর অনুশীলন চলবে। এরপর আমাদের খেলোয়াড়দের মাঝেই একটা অনুশীলন ম্যাচের আয়োজন করা হবে।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়