Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৬, ১৪ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:৪৭, ১৪ এপ্রিল ২০২১

ক্ষমা চাইলেন শাহরুখ খান

শাহরুখ খান

শাহরুখ খান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। প্রায় নিশ্চিত জয়ের সেই ম্যাচে মাত্র ১০ রানে হেরে যায় কলকাতা। আর এজন্য ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান।

মুম্বাইয়ের করা ১৫২ রানের জবাবে মাত্র ১৫ ওভারেই ১২২ রান করে ফেলেছিল কলকাতা। ফলে জয়ের জন্য বাকি ছিল ৩০ বলে ৩১ রান। সেখান থেকে শেষ ৫ ওভারে মাত্র ২০ রান করতে পেরেছে তারা।

এমন জেতা ম্যাচ হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কলকাতার ভক্তদের কাছে তৎক্ষণাৎ ক্ষমা চেয়েছেন দলের মালিক শাহরুখ খান।

তিনি লিখেছেন, ‘হতাশাজনক পারফরম্যান্স, এটা সবচেয়ে কম বলা হলো। কলকাতা নাইট রাইডার্স সকল ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থী।’

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শাহরুখের এই রাগ-হতাশা ঠিকই আছে বলে জানিয়েছেন মারকুটে ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘হ্যাঁ! আমি শাহরুখের টুইটকে সমর্থন করি। তবে দিন শেষে এটা ক্রিকেট খেলা। এখানে সব শেষ হওয়ার আপনি নিশ্চিত করে কিছু বলতে পারবেন না।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা এখনও আত্মবিশ্বাসী। আমরা দারুণ ক্রিকেট খেলেছি এবং ছেলেদের নিয়ে আমি গর্বিত। আমরা অবশ্যই হতাশ। তবে এখনই পথের শেষ নয়। মাত্র দ্বিতীয় ম্যাচ গেল। আমরা এখান থেকে শিখতে পারব।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়