Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:০১, ১৫ এপ্রিল ২০২১
আপডেট: ২১:০১, ১৫ এপ্রিল ২০২১

করোনায় আক্রান্ত আকরাম খান হাসপাতালে

আকরাম খান

আকরাম খান

করোনায় আক্রান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতির সহধর্মিণী সাবিনা আকরাম।

তিনি জানান, ‘বাসায় ভালোই চিকিৎসা চলছিল। তবে দুদিন ধরে তার একটু বেশি কাশি হচ্ছিল। তাই চিকিৎসকের পরামর্শে আজ আকরামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই দোয়া করবেন।’

জানা গেছে, আকরাম খানের ফুসফুসের ৩০ ভাগ সংক্রমিত হয়েছে। তবে তার বাসার অন্য সদস্যের ফল নেগেটিভ এসেছে।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীও বলেন, ওনার শারিরীক অবস্থা স্থিতিশীল আছে। তবুও এসব ক্ষেত্রে যেহেতু অনেক সময় অবস্থার দ্রুত অবনতি হয়, তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বৃহস্পতিবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি ভালো আছেন।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল জানা গিয়েছিল করোনায় আক্রান্ত হয়েছেন আকরাম খান। কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর পরই আইসোলেশনে চলে যান তিনি।

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়