Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:১৫, ১৬ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:১৫, ১৬ এপ্রিল ২০২১

আর্সেনাল ফরোয়ার্ড অবামেয়াং হাসপাতালে

পিয়েরে-এমেরিক অবামেয়াং

পিয়েরে-এমেরিক অবামেয়াং

হাসপাতালে ভর্তি হয়েছেন আর্সেনাল ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াং। আন্তর্জাতিক বিরতির সময় নিজ দেশ গ্যাবনের হয়ে খেলতে গিয়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হন তিনি।

অবামেয়াং ম্যালেরিয়া আক্রান্ত হওয়ার খবরটি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইনস্টাগ্রামে হাসপাতালে তোলা নিজের এক ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘এই সপ্তাহে কয়েকদিন ধরে হাসপাতালে কাটাচ্ছি। ইতিমধ্যে একটু ভালো বোধ করছি। ডাক্তারদের ধন্যবাদ যে, খুব দ্রুত এই ভাইরাসটি শনাক্ত করে আমাকে ভালোভাবে চিকিৎসা দেওয়ায়।’

তিনি আরও লেখেন, ‘গত কয়েক সপ্তাহ আমি ভালো ছিলাম না। তবে আগের চেয়ে শক্তিশালী হয়ে ফিরে আসবো এবার।’

মশার দ্বারা ছড়িয়ে পড়া রোগ হলো ম্যালেরিয়া। এই রোগের উপসর্গ দেখা দেয় আক্রান্ত হওয়ার ৭ থেকে ১৮দিন পর। তবে এই রোগ ছোঁয়াছে নয়।

ম্যালেরিয়া আক্রান্ত হওয়ায় স্লাভিয়ার প্রাহার বিপক্ষে ইউরোপা লিগের শেষ আটের ফিরতি লেগ খেলতে চেক প্রজাতন্ত সফরেও যেতে পারেননি তিনি। তবে তার দল আর্সেনাল বড় জয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়