Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:০৪, ১৮ এপ্রিল ২০২১
আপডেট: ০১:০০, ১৯ এপ্রিল ২০২১

কেকেআরকে হারিয়ে টানা তৃতীয় জয় পেল কোহলির ব্যাঙ্গালুরু

ফাইল ছবি

ফাইল ছবি

কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আইপিএলের এবারের আসরে টানা তৃতীয় জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে কলকাতাকে ৩৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে বিরাট কোহলির দল।

কোহলিদের দেয়া ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৬ রানেই আটকে গেছে কলকাতা। যার ফলে পরাজয় স্বীকার করে নিতে বাধ্য হলো কেকেআর।

বেঙ্গালুরুর হয়ে দারুণ বোলিং করেছেন কাইল জ্যামিসন, যুজবেন্দ্র চাহাল ও হার্শাল প্যাটেল। এর আগে ব্যাট হাতে দাপট দেখান এবি ডি ভিলিয়ার্স ও গ্লেন ম্যাক্সওয়েল।

দলের হারের দিনে কলকাতার হয়ে অনুজ্জ্বল ছিলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতে ২ ওভারে দিয়েছিলেন ২৪ রান। যে কারণে পরে আর তাকে বোলিংয়েই আনেনি কেকেআর অধিনায়ক। পরে ব্যাট হাতে ২৫ বলে ২৬ রান করেন।

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দেয়া ২০৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন কেকেআরের দুই ওপেনার নিতিশ রানা এবং শুভমান গিল। মাত্র ৯ বলে ২১ রান করে দলীয় ২৩ রানের মাথায় আউট হয়ে যান শুভমান।

এরপর দলীয় ৫৭ রানের মাথায় আউট হন রাহুল ত্রিপাথি। তিনি করেন ২০ বলে ২৫ রান। নিতিশ রানা আউট হন এর পরপরই। ১১ বলে ১৮ রান করে। ইয়ন মরগ্যান করেন ২৩ বলে ২৯ রান। দিনেশ কার্তিক আউট হন ৫ বলে ২ রান করে।

সাকিব আল হাসান আগের দুই ম্যাচে রানের দেখা পাননি। আজ কিছুটা রান করেছেন। তবে তা ছিল ব্যয়বহুল। ২৫ বলে ২৬ রান। আন্দ্রে রাসেল করেন ২০ বলে ৩১ রান। প্যাট কামিন্স ২ বলে করেন ৬ রান।

শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৬৬ রানে থমকে যায় কলকাতার ইনিংস। ৩ উইকেট নেন ১৫ কোটি রুপির বোলার কাইল জেমিসন। ২টি করে উইকেট নেন ইয়ুজবেন্দ্র চাহাল এবং হার্শাল প্যাটেল। ১ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়