Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৪২, ১৯ এপ্রিল ২০২১
আপডেট: ২০:৪৩, ১৯ এপ্রিল ২০২১

বরখাস্ত হলেন মরিনহো

হোসে মরিনহো

হোসে মরিনহো

মরিসিও পচেত্তিনোর জায়গায় ২০১৯ সালের নভেম্বরে দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু ১৭ মাস যেতে না যেতেই কোচ হোসে মরিনহোকে বরখাস্ত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) দল টটেনহ্যাম।

রোববার টটেনহ্যাম ইপিএলের অন্য পাঁচ দলের সঙ্গে ইউরোপিয়ান সুপার লিগে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে। তখনই বোঝা যাচ্ছিল দলে বড় কোনো পরিবর্তন আসতে পারে। মরিনহোর পাশাপাশি কোচিং স্টাফের আরো চারজনকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। 

টটেনহ্যাম চেয়ারম্যান ড্যানিয়েল লেভি এক বিবৃতিতে বলেন, ক্লাবের কঠিন সময়ে মরিনহো ও তার কোচিং স্টাফরা আমাদের সঙ্গেই ছিল। মুরিনহো অত্যন্ত বাস্তবপবাদী এবং করোনার সময়ে তার অভিজ্ঞতা আমাদের সাহায্য করেছে। 

তিনি আরো বলেন, ব্যক্তিগতভাবে আমি মরিনহোর সঙ্গে কাজ করে আনন্দিত। তবে কিছু বিষয়ে সমাধান না হওয়ায় আমরা আর একসঙ্গে থাকছি না। তিনি সবসময় আমাদের কাছে বিশেষ কিছু হয়েই থাকবেন। আমরা তাকে ও তার সহযোগীদের ধন্যবাদ জানাই।

বর্তমানে টেবিলের সপ্তম স্থানে থাকা টটেনহ্যাম নিজেদের শেষ তিন লিগ ম্যাচ থেকে মাত্র দুই পয়েন্ট সংগ্রহ করেছে। এর আগে গত মার্চে ইউরোপা লিগ থেকে স্পার্সরা বিদায় নিয়েছে। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়