Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৯, ১৯ এপ্রিল ২০২১
আপডেট: ১০:৫৩, ২০ এপ্রিল ২০২১

৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার

দিলহারা লোকুহেতিগ

দিলহারা লোকুহেতিগ

আইসিসির দুর্নীতি বিরোধী বিধি ভাঙার দায়ে শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার দিলহারা লোকুহেতিগ সব ধরণের ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন।

সোমবার এই লঙ্কান ক্রিকেটারকে স ব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে ৮ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।

৪০ বছর বয়সী এই ক্রিকেটারের বিরুদ্ধে ২০১৯ সালে আইসিসির দুর্নীতি বিরোধী আইনের তিনটি ধারা ভাঙার অভিযোগ আনা হয়। দুর্নীতি দমন ট্রাইব্যুনালের শুনানির পর জানুয়ারিতে লোকুহেতিগেকে দোষী সাব্যস্ত করে আইসিসি। এর প্রায় তিন মাস পর এল তার শাস্তির ঘোষণা।

তার বিরুদ্ধে ম্যাচ পাতানোর চেষ্টা ও উৎসাহ প্রদান, দুর্নীতির প্রস্তাব পেয়েও আইসিসিকে না জানানোর মতো অভিযোগের প্রমাণ মিলেছে।

দুর্নীতির অভিযোগ ওঠার পর ২০১৯ সালের ৩ এপ্রিল সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল লোকুহেতিগেকে। ওই সময় থেকেই বিবেচনা করা হবে নিষেধাজ্ঞার মেয়াদ।

উল্লেখ্য, লোকুহেতিগে শ্রীলঙ্কার হয়ে ৮টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০১৬ সালে তিনি অবসরে যান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়