Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৪, ২১ এপ্রিল ২০২১
আপডেট: ১১:২১, ২১ এপ্রিল ২০২১

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দুই মাচ সিরিজের প্রথম টেস্টে নেমে টস জিতেছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় সাড়ে ১০টায় শুরু হয়েছে ম্যাচটি। 

শ্রীলঙ্কায় টেস্টে পয়েন্ট অর্জনের উদ্দেশ্যে আছে টাইগারবাহিনী। 

এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট ৫টি ম্যাচ খেলে প্রত্যেকটিতেই হেরেছে টাইগাররা। বাংলাদেশই একমাত্র দল যারা এখনো কোনো পয়েন্ট পায়নি। টেবিলে নয় নম্বরে রয়েছে রাসেল ডোমিঙ্গো শিষ্যরা।

আগের পাঁচ ম্যাচে যাই হোক না কেন, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিততেই সফরে গিয়েছে বাংলাদেশ। তবে দুদলে মুখোমুখিতে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। জয়, সর্বোচ্চ দলীয় সংগ্রহ, সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ, সর্বোচ্চ উইকেট, সর্বোচ্চ জুটি- সব রেকর্ডই কথা বলছে লঙ্কানদের পক্ষে।

তবে, শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত মোট ২০টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১৬টি ম্যাচেই জিতেছে লঙ্কানরা। আর ২০১৭ সালের নিজেদের শততম টেস্ট খেলতে নেমে শ্রীলঙ্কার মাটিতে ৪ উইকেটের জয় পেয়েছিল মুশফিকুর রহিমের দল। লঙ্কানদের বিপক্ষে টেস্টে বাংলাদেশের জয় এই একটিই। অন্য তিনটি ম্যাচ ড্র হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসে শ্রীলঙ্কা সর্বোচ্চ সংগ্রহ ৭৩০ রান। আর বাংলোদেশের সর্বোচ্চ সংগ্রহ ৬৩৮ রান। ২০১৩ রানে দেশের মাটিতে এই রেকর্ডটি গড়েছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বোচ্চ রানের মালিক মোহাম্মদ আশরাফুল। পাঁচটি সেঞ্চুরিতে ১০৯০ রান করতে সক্ষম হন তিনি। অন্যদিকে শ্রীলঙ্কান কিংবদিন্ত ক্রিকেটার কুমার সাঙ্গাকারা বাংলাদেশের বিপক্ষে সাতটি সেঞ্চুরিতে সংগ্রহ করেছেন দুদলে যেকোনো ব্যাটসম্যানের বেশি ১৮১৬ রান।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।

শ্রীলঙ্কা একাদশ:

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওসাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, নিরোশান দিকভেলা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমাল, বিশ্ব ফার্নান্দো ও লাহিরু কুমারা।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়