স্পোর্টস ডেস্ক
আপডেট: ১৭:৩৪, ২১ এপ্রিল ২০২১
প্রথম সেঞ্চুরির দেখা পেলেন শান্ত
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে নাজমুল হোসেন শান্ত তুলে নিলেন সেঞ্চুরি। শুধু টেস্ট ফরমেটেই নয়, যে কোনো ফরমেটের ক্রিকেটে এটি শান্তর প্রথম সেঞ্চুরি।
বুধবার ক্যান্ডির পাল্লেকেলের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দারুণ এক ড্রাইভে ধনাঞ্জয়া ডি সিলভার বলটি এক্সট্রা কাভার দিয়ে সেঞ্চুরির দেখা পান শান্ত।
বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের মধ্যে অন্যতম প্রতিভাবান নাজমুল হোসেন শান্ত। তার কাছে প্রত্যাশাটা একটু বেশিই সবার। সাকিব আল হাসান নিষেধাজ্ঞা থেকে ফেরার পরও ব্যাটিং পজিশনে তিন নম্বর জায়গাটা শান্তকে দিতে ভাবেন না কোচ রাসেল ডমিঙ্গো।
দিনের শুরতেই সাইফ হাসান (০) ফিরে যাওয়ার পর উইকেটে এসেছিলেন। তামিম ইকবালের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৪৪ রানের জুটি উপহার দেন। তামিম ব্যক্তিগত ৯০ রানে ফিরলেও অধিনায়ক মুমিনুল হকের সঙ্গেও তৃতীয় উইকেট দারুণ এক জুটি গড়েছেন শান্ত। সুবাদে প্রথম টেস্টের প্রথম দিনটা পুরোপুরি নিজেদের করেছে নিয়েছে বাংলাদেশ।
২৩৫ বলে সেঞ্চুরি পূরণ করেছেন শান্ত। এই সময়ে ১২টি চারের সঙ্গে হাঁকিয়েছেন ১টি ছক্কা। এর আগে ১২০ বলে পূরণ করেছিলেন ফিফটি।
আগের ৬ টেস্টের ১১ ইনিংসে সাকল্যে একটা মাত্র ফিফটি ছিল শান্ত। ৮ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলে তো একটা ফিফটিটাও করতে পারেননি। সব মিলে শান্তর আন্তর্জাতিক ক্যারিয়ারটা হয়ে যাচ্ছিল হতাশার প্রতিচ্ছবি।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























