Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:২৬, ২২ এপ্রিল ২০২১
আপডেট: ১৭:২৭, ২২ এপ্রিল ২০২১

আলো স্বল্পতায় বিঘ্নিত খেলা

বাংলাদেশের ব্যাটসম্যানদের আটকাতে ব্যর্থ শ্রীলংকান বোলাররা। এদিকে মৌসুমী বায়ুর কারণে পাল্লেকেলের আকাশে ঘনকালো মেঘ দেখা যাওয়ার কারণে আলোর স্বল্পতা দেখা দেয়। এতে বাংলাদেশ-শ্রীলংকা প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা বন্ধ হয়েছে। 

যখন খেলা বন্ধ হয় বাংলাদেশের রান সে সময় ১৫৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৭৪ রান। ৪৩ রান নিয়ে মুশফিকুর রহীম এবং ২৫ রান নিয়ে ব্যাট করছিলেন লিটন দাস।

৪৪০ রানে ৪ উইকেট নিয়ে চা বিরতির পর খেলতে নামে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৯ রান যোগ করতেই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়। তবে ১০ মিনিটের মাঝেই আবারো মাঠে ফেরে দুই দল। ম্যাচ আপন গতিতে চললেও আলোক স্বল্পতার কারণে আবারো খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা।

এর আগে ৩০২ রানে ২ উইকেট নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। এদিন প্রথম সেশনটা কোনো ক্ষতি ছাড়াই পার করে টাইগাররা। তবে দ্বিতীয় সেশনের শুরুতেই ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা পাওয়া শান্ত আউট হন।

ডাবল সেঞ্চুরির দিকে এগোতে থাকা এই ব্যাটার লাহিরু কুমারার করা ডেলিভারিটি একটু দ্রুতই খেলে ফেলেন। ফলে তাকেই ফিরতি ক্যাচ দেন। সাজঘরে ফেরার আগে ১৬৩ রান করেন শান্ত। ৩৭৮ বল মোকাবেলা করেন তিনি, যেখানে ১৭টি চারের পাশাপাশি হাঁকিয়েছেন একটি ছক্কাও।

শান্ত বিদায় নেয়ার কিছু পরে ১২৭ রানে আউট হন মুমিনুল হক। টাইগার অধিনায়ক ক্যারিয়ারে সবচেয়ে বেশি ডেলিভারি মোকাবেলা করা ইনিংসটি ১১টি চারের সাহায্যে সাজান। এটি ছিল বাংলাদেশের বাইরে তার প্রথম টেস্ট শতক।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়