Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৪৮, ২২ এপ্রিল ২০২১
আপডেট: ২০:৪৮, ২২ এপ্রিল ২০২১

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ধোনির বাবা-মা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মহেন্দ্র সিং ধোনির বাবা পান সিং ও মা দেবিকা দেবি। রাঁচির একটি বেসরকারি হাসপাতালে বুধবার ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

বর্তমানে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলছেন ধোনি। দলটির কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন ধোনির বাবা-মার বর্তমান অবস্থার কথা।

ফ্লেমিং জানান, ফ্র্যাঞ্চাইজির পক্ষে ধোনির বাবা-মার অবস্থা পর্যবেক্ষণ করা হবে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বুধবার উত্তেজনাপূর্ণ ম্যাচে কলকাতাকে ১৮ রানে হারায় ধোনির চেন্নাই। কলকাতা ম্যাচের পর সংবাদ সম্মেলনে চেন্নাই কোচ বলেন, ‘ম্যানেজমেন্টের দৃষ্টিকোণ থেকে বলব, আমরা ধোনির পারিবারিক পরিস্থিতি নিয়ে যথেষ্ট সচেতন। ধোনি ও ধোনির পরিবারের জন্য সমর্থন থাকবে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে। আমরা পরবর্তী কয়েকদিন এটি পর্যবেক্ষণ করব।’

ফ্লেমিং আরো বলেন, ‘এটা সবার জন্য কঠিন সময় যাচ্ছে… তার (ধোনির) এখন যতটা সহায়তা দরকার আমাদের পক্ষে থেকে তা নিশ্চিত করাটা দায়িত্ব। আশা করি দ্রুতই তার পরিবার সুস্থ হয়ে উঠবে।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়