Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:০৭, ২৩ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:১৬, ২৩ এপ্রিল ২০২১

বিরতিতে যাওয়ার আগে শ্রীলঙ্কার ওপেনিং জুটি ভাঙলেন মিরাজ

চা বিরতিতে যাওয়ার আগে শ্রীলঙ্কার ওপেনিং জুটি ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ। ফিফটির দেখা পাওয়া লাহিরু থিরিমান্নেকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরান তিনি। পুরো সেশনে বাংলাদেশের সাফল্য এই উইকেটটিই।

ওপেনিং জুটিতে অধিনায়ক দিমুথ করুনাত্নে ও থিরিমান্নে লঙ্কানদের স্কোরবোর্ডে জমা করেন ১১৪ রান। থিরিমান্নের ১২৫ বলে ৫৮ রানের ইনিংসটি সাজানো ছিল ৮ চারে। ১১২ বলে ৪৩ রানে ব্যাট করছেন করুনারত্নে।

অবশ্য থিরিমান্নে ফিরতে পারতেন আরও আগে। ইনিংসের ৩৪তম ওভারের দ্বিতীয় বলে রিভিউ না নেয়ার ভুলে পুড়তে হয়েছে টাইগারদের। তাইজুল ইসলামের করা টার্নিং ডেলিভারিটি আঘাত হানে বাঁহাতি ওপেনার লাহিরু থিরিমান্নের পায়ে। কিন্তু আম্পায়ার আউট দেননি। রিভিউও নেয়নি বাংলাদেশ।

পরে টিভি রিপ্লেতে দেখা যায়, সেই বলটি আঘাত হানত লেগ স্ট্যাম্পে। রিভিউ না নেয়ার হতাশায় ডুবতে হয় বাংলাদেশকে। তখন ৫৮ রানে খেলছিলেন থিরিমান্নে। পরে সেশন শেষ হওয়া পর্যন্ত আর কোনো রান যোগ করতে পারেননি তিনি। অন্যদিকে ফিফটির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দিমুথ করুনারাত্নে অপরাজিত রয়েছেন ৪৩ রানে।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে বাংলাদেশ। কেন্ডির পাল্লেকেলেতে তৃতীয়দিন শুরু করে ১৭৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ৫৪১ রানে ইনিংস ঘোষণা করে সফরকারীর বাংলাদেশ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়