Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:২৬, ২৪ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:৩১, ২৪ এপ্রিল ২০২১

বাংলাদেশকে ভালোই জবাব দিচ্ছে শ্রীলঙ্কা

রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছিল টাইগাররা। আর ব্যাটিংয়ে বাংলাদেশকে ভালোই জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। দিমুথ করুনারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভার দুর্দান্ত জুটিতে সহজেই ফলোঅন এড়িয়েছে স্বাগতিকেরা।

ইনিংসের ৮৫.২ ওভারে তাসকিনের বলে ২ রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি উদ্‌যাপন করেন করুনারত্নে। লঙ্কান অধিনায়ক-ওপেনারের পর দ্বিতীয় সেশনে তাসকিনেরই বলে ডিপ স্কয়ারে পুল করে ৪ মেরে সাদা পোশাকের ক্রিকেট ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরি তুলে নেন ধনাঞ্জয়া। বাংলাদেশের বিপক্ষে এটি তার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। পঞ্চম উইকেটে ইতিমধ্যে ৩০০ বলে ১৯৩ রানের জুটি গড়েছেন করুনারত্নে-ধনাঞ্জয়া।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৩ উইকেটে রান। করুণারত্নে ১৬০ ও ধনঞ্জয় ১১৭ রানে অপরাজিত আছেন।  

আগেরদিনের ৩ উইকেটে ২২৯ রান নিয়ে চতুর্থদিন শুরু করে স্বাগতিকেরা। করুনারত্নে ৮৫ ও ধনাঞ্জয়া ২৬ রানে তৃতীয়দিন শেষ করেন।

এর আগে কেন্ডির পাল্লেকেলেতে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে ৫৪১ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে সফরকারী বাংলাদেশ। টাইগারদের হয়ে সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত (১৬৩) ও মুমিনুল হক (১২৭)। তামিমের ব্যাট থেকে আসে ৯০ রান। মুশফিক ও লিটন দুজনই দেখা পান ফিফটির।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়