Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৩, ২৪ এপ্রিল ২০২১
আপডেট: ০০:২৪, ২৫ এপ্রিল ২০২১

টেস্ট জুটিতে করুনারত্নে ও ধনাঞ্জয়ার নতুন রেকর্ড

দিমুথ করুনারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভা

দিমুথ করুনারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভা

১৪ বছর পর বাংলাদেশের বিপক্ষে টেস্টে যেকোন উইকেট জুটিতে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়লেন শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভা।

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৩২২ রানের জুটি গড়েছেন করুনারত্নে ও ধনাঞ্জয়া। যা বাংলাদেশের বিপক্ষে যেকোন উইকেটে শ্রীলংকার সর্বোচ্চ জুটির রান ।

বাংলাদেশের বিপক্ষে যেকোন উইকেটে শ্রীলংকার আগের সর্বোচ্চ রানের জুটিটি ছিলো ৩১১ রানের। ২০০৭ সালে ক্যান্ডিতে তৃতীয় উইকেট জুটিতে ৩১১ রান করেছিলেন দুই সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে।

আর শ্রীলংকার ক্রিকেট ইতিহাসে সব মিলিয়ে যেকোন উইকেট জুটিতে এই স্কোর সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে।

সেই সঙ্গে পাল্লেকেলে স্টেডিয়ামে যেকোন উইকেট জুটিতে এটি নয়া রেকর্ড। ২০১১ সালে এই ভেন্যুতে চতুর্থ উইকেটে ২৫৮ রান করেছিলেন অস্ট্রেলিয়ার শন মার্শ ও মাইক হাসি।

উল্লেখ্য, দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে খেলা ড্রয়ের দিকেই বেশি ধাবিত হয়েছে। দিন শেষে শ্রীলংকার সংগ্রহ ৩ উইকেটে ৫১২ রান। দিমুথ করুণারত্নে ২৩৪ ও ধনঞ্জয় ডি সিলভা ১৫৪ রানে অপরাজিত আছেন।

তিন উইকেটে ২২৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলংকা। শুরু থেকেই দেখে খেলতে থাকেন করুণারত্নে ও ধনঞ্জয়। ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকেন তারা।

দুজনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে এগোচ্ছে শ্রীলংকা। আলোক স্বল্পতায় খেলা বন্ধের আগে মাত্র ২৯ রানে পিছিয়ে আছে তারা। পঞ্চম দিন সকালে কিছুটা মেরে খেলে লিড বাড়িয়ে বাংলাদেশকে মধ্যম লক্ষ্য ছুঁড়ে দিতে পারে লংকানরা, এমনটাই ভাবছেন ক্রিকেটবোদ্ধারা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়