Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৮, ২৫ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:৫৮, ২৫ এপ্রিল ২০২১

তামিমের ফিফটিতে এগুচ্ছে বাংলাদেশ

পঞ্চম ও শেষদিনের লাঞ্চ বিরতি থেকে ফিরে দ্বিতীয় ইনিংস শুরু করেছে বাংলাদেশ। এর আগে ৮ উইকেটে ৬৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।

তবে দ্বিতীয় ইনিংসের শুরুতে আবারও ব্যর্থ ওপেনার সাইফ হাসান (১)। প্রথম ইনিংসে শূন্য হাতে বিদায় নিয়েছিলেন তিনি।

এরপর লাকমলের দ্বিতীয় শিকার হিসেবে বিদায় নেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। ৮ বলের মুখোমুখি হয়েও রানের খাতা খুলতে পারেননি তিনি। তবে দলের বিপর্যয়ের মাঝেও ওয়ানডে মেজাজে ব্যাট করে ফিফটি তুলে নিয়েছেন ওপেনার তামিম ইকবাল। প্রথম ইনিংসে তার ব্যাট থেকে আসে ৯০ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেন্ডির পাল্লেকেলেতে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে ২৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৮০ রান করেছে টাইগাররা। ব্যাটিংয়ে আছেন তামিম (৭০) ও অধিনায়ক মুমিনুল হক (১১)। বাংলাদেশ এখনও পিছিয়ে আছে ৪৭ রানে। সফরকারীরা প্রথম ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ৫৪১ রান নিয়ে। 

দিনের শুরুতে জোড়া আঘাতে দিমুথ করুনারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভার জুটি ভাঙেন তাসকিন আহমেদ। পঞ্চম ও শেষদিনে এসে শ্রীলঙ্কার পঞ্চম উইকেটের দেখা পায় বাংলাদেশ।

ইনিংসের ১৫৩.৪ ওভারে নিজের দ্বিতীয় শিকার হিসেবে ধনাঞ্জয়াকে বোল্ড করেন তাসকিন। আগেরদিন টেস্ট ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরির দেখা পাওয়া লঙ্কান ব্যাটসম্যানের ২৯১ বলে ১৬৬ রানের ইনিংসটি সাজানো ছিল ২২ চারে। এরপর ১৫৫.৪ ওভারে এসে নিজের তৃতীয় শিকার হিসেবে করুনারত্নেকে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ বানান তাসকিন। আগেরদিন টেস্ট ক্যারিয়ারের প্রথম দ্বিশতকের দেখা পাওয়া লঙ্কান অধিনায়ক-ওপেনারের ৪৩৭ বলে ২৪৪ রানের ইনিংসটি সাজানো ছিল ২৬ চারে। টেস্টে লঙ্কানদের ১০ সর্বোচ্চ স্কোর এটি।

শ্রীলঙ্কা পঞ্চমদিনে ব্যাটিংয়ে নামে ৩ উইকেটে ৫১২ রানে। চতুর্থদিন কোনো উইকেটের দেখা পায়নি টাইগাররা। করুনারত্নে ২৩৪ ও ধনাঞ্জয়া ১৫৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। এই দুই ব্যাটসম্যান নিরবিচ্ছিন্ন জুটিতে ৫৫৩ বলে শ্রীলঙ্কার স্কোরবোর্ডে জমা করেন ৩৪৫ রান।

এরপর পাথুম নিশানকার ১২, নিরোশান দিকভেলার ৩১, হাসারাঙ্গার ৪৩, অপরাজিত থাকা সুরঙ্গা লাকমলের ২২ রানের সুবাদে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে লঙ্কানরা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়