Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:১৩, ২৫ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:৩৫, ২৫ এপ্রিল ২০২১

লিডের পথে বাংলাদেশ

শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের শেষ দিনে ব্যাট করছে বাংলাদেশ। ১০৭ রানে এগিয়ে থেকে ইনিংস ঘোষণা করেছে লংকানরা। জবাবে ৭ রানে পিছিয়ে থেকে চা বিরতিতে গেছে টাইগাররা।

বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০০ রান। তামিম ইকবাল ৭৪ ও মুমিনুল হক ২৩ রানে ব্যাট করছেন।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংস উদ্বোধনে নামেন তামিম ও সাইফ হাসান। প্রথম ইনিংসে ব্যর্থ সাইফ এ ম্যাচে করেন মাত্র ১ রান। আগের ইনিংসে শতক হাঁকানো শান্ত রানের খাতাই খুলতে পারেননি। দুজনকেই সাজঘরে ফেরান সুরাঙ্গা লাকমল।

শুরুতেই ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন তামিম ও মুমিনুল হক। আক্রমণাত্মক খেলে তামিম তুলে নেন আরো একটি ফিফটি। অন্যপ্রান্তে ধরে খেলছেন মুমিনুল।

এর আগে তিন উইকেটে ৫১২ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে শ্রীলংকা। স্বাগতিকদের হয়ে ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান দিমুথ করুণারত্নে ও ধনঞ্জয় ডি সিলভা। 

দিনের পঞ্চম ওভারে প্রথম সাফল্য পান তাসকিন আহমেদ। ধনঞ্জয়কে ইনসাইড এজের মাধ্যমে বোল্ড করেন তিনি। সাজঘরে ফেরার আগে এই অলরাউন্ডার ১৬৬ রান করেন। 

নিজের পরের ওভারে বিপদজনক করুনারত্নকে ফেরান তাসকিন। আগের বলটি স্লোয়ার দিলেও পরেরটি একই লাইন ও লেন্থে জোরে করেন তিনি। গতির পার্থক্যে ক্যাচ তুলে দেন লংকান অধিনায়ক। তিনি ফেরেন ২৪৪ রানে। 

একটু পরই লিটন দাসের ক্যাচ বানিয়ে পাথুম নিশাংকাকে আউট করেন এবাদত হোসেন। রান আউট হয়ে সাজঘরে ফেরায় নিরোশান ডিকওয়েলা ৩১ রানের বেশি করতে পারেননি। 

অনেকটা একাই স্কোর বাড়ানোর চেষ্টা করেছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাকে ৪৩ রানে বোল্ড করেন তাইজুল ইসলাম। লাঞ্চ বিরতির সময়ই ৮ উইকেটে ৬৪৮ রানে ইনিংস ঘোষণা করে লংকানরা। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়