স্পোর্টস ডেস্ক
আপডেট: ২৩:১৬, ২৫ এপ্রিল ২০২১
বাংলাদেশ-শ্রীলংকা প্রথম টেস্ট ড্র
বাংলাদেশ দল
শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ড্র করেছে বাংলাদেশ। এতে করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্টে পেলো টাইগাররা। একই দিনে ১৩১ বছরের রেকর্ড ভেঙেছেন ওপেনার তামিম ইকবাল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পাঁচ ম্যাচেই হারে বাংলাদেশ। ফলে শুন্য পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থা করছিলো টাইগাররা। এ ম্যাচ ড্র করে ৩০ পয়েন্ট পেলেও, এখন পয়েন্ট টেবিলের তলানিতেই আছে বাংলাদেশ।
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৭ উইকেটে ৫৪১ রানে প্রথম ইনিংস ঘোষনা করেছিলো বাংলাদেশ। জবাবে ৮ উইকেটে ৬৪৮ রান করে শ্রীলংকা।
পঞ্চম ও শেষ দিনে আজ মধ্যাহ্ন বিরতির পর নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। ২ উইকেটে ১০০ রান করে চা-বিরতিতে যায় টাইগাররা। এরপর বৃষ্টি নামলে দিনের শেষ সেশনে আর ব্যাট করার সুযোগ পায়নি বাংলাদেশ। এতে ম্যাচটি ড্র’তে শেষ হয়।
প্রথম ইনিংসে ৯০ রানের পর দ্বিতীয় ইনিংসে ৭৪ রানে অপরাজিত থাকেন তামিম। দ্বিতীয় ইনিংসে মোমিনুল অপরাজিত থাকেন ২৩ রানে।
৭৪ রানের খেলার পথে রেকর্ড ভাঙ্গেন তামিম। টাইগারদের এই ওপেনার যখন ৫০ রানে পৌঁছান তখন বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৫২ রান। ১৮৯০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার স্কোর যখন ৫৫, তখন ৫০ রান করেছিলেন অসি ব্যাটসম্যান জন লিঁও। তামিমের কীর্তির আগে সেই রেকর্ডটি অক্ষত ছিলো।
২০১৪ সালে পোর্ট অব স্পেনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের যখন ৫৫ রান, তখন ৫০ রানের ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























