Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:২৯, ২৬ এপ্রিল ২০২১
আপডেট: ১৭:২৯, ২৬ এপ্রিল ২০২১

হঠাৎ করে আইপিএল ছাড়ার ঘোষণা অশ্বিনের

অশ্বিন

অশ্বিন

হঠাৎ করেই আইপিএল ছাড়ার ঘোষণা দিয়েছেন দিল্লি ক্যাপিটালসের রবিচন্দ্রন অশ্বিনও। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও খেলেছেন অশ্বিন। ম্যাচ শেষে গভীর রাতে এক টুইট বার্তায় তিনি জানান, এবারের আইপিএলে আর খেলবেন না তিনি।

এর আগে রাজস্থান রয়্যালসের অস্ট্রেলীয় ক্রিকেটার অ্যান্ড্রু টাই আইপিএল না খেলেই দেশে ফিরে গেছেন। অ্যান্ড্রু টাই আইপিএল ছাড়ার কারণ না জানালেও অশ্বিন জানিয়েছেন।

অশ্বিন জানিয়েছেন, করোনা মহামারীর এই কঠিন সময়ে পরিবারের কাছে থাকাই তার কাছে গুরুত্বপূর্ণ। এ কারণেই আইপিএলকে বিদায় জানিয়েছেন তিনি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো খেলায় ফিরবেন বলে জানান তিনি।

অশ্বিন টুইটে লিখেন, ‘আগামীকাল (২৬ এপ্রিল) থেকে আমি এবারের আইপিএল থেকে বিরতি নিচ্ছি। আমার পরিবারের সদস্যরা করোনার বিরুদ্ধে যুদ্ধে নিজেদের শামিল রেখেছেন। এই কঠিন সময়ে আমি তাদের পাশে থাকতে চাই। সবকিছু ঠিকঠাকমত চললে আবারো খেলায় ফেরার প্রত্যাশা করছি। দিল্লী ক্যাপিটালসকে ধন্যবাদ।’

দেশের মানুষের কথা ভেবে অশ্বিন তার টুইটার অ্যাকাউন্টের নামও এরই মধ্যে পরিবর্তন করে ফেলেছেন। বর্তমানে তার অফিসিয়াল ও ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টের নাম ‘স্টে হোম স্টে সেফ, টেক ইয়োর ভ্যাকসিন’।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়