Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৬, ২৬ এপ্রিল ২০২১
আপডেট: ১৯:২৯, ২৬ এপ্রিল ২০২১

আইপিএল ছেড়ে পালাচ্ছেন ক্রিকেটাররা

ভারতে দিনদিন করোনা আরও আক্রমণাত্মক হয়ে প্রকাশ পাচ্ছে। সেইসাথে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এমন অবস্থায় আতঙ্কে আছেন ভারতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ - আইপিএলের খেলোয়াড়রা। এর মধ্যেই অনেকেই ছেড়েছেন কোটি টাকার এই খেলার আয়োজন। করোনা আতঙ্কে দেশে ফিরতে হচ্ছে তাদের।

ইতোমধ্যেই করোনা আতঙ্কে আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু টাই, অ্যাজাম জাম্পা ও কেন রিচার্ডসন। এর আগে বিদায় বলে দিয়েছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন।

করোনার কারণে আইপিএল ছেড়ে যাওয়ার তালিকায় আছেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনও। এদিকে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা না দিলেও চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসিও আইপিএলের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন।

ক্রমেই করোনায় বেহাল দশা হয়ে উঠছে ভারতের। সোমবার (২৬ এপ্রিল) এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সেখানে মারা গেছেন ২ হাজার ৮১২ জন। করোনার আক্রমণের কথা বাদ দিলেও দেশটি পর্যদুস্ত হয়ে আছে অক্সিজেনের অভাবে। সোশ্যাল মিডিয়া সরব ইন্ডিয়া নিড অক্সিজেন হ্যাশট্যাগে (#indianeedsoxygen)।

ভারতের এই অবস্থায় আইপিএলের ম্যাচ কতোটা যুক্তিযুক্ত সেই বিষয়ে প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন ক্রীড়া সমালোচকরা জানাচ্ছেন এর তীব্র নিন্দা। এদের মধ্যে দুই প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট ও শোয়েব আক্তার আইপিএল বন্ধের দাবিও তুলেছেন।

এদিকে বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষ খেলোয়াড়দের বারবার আশ্বস্ত করার চেষ্টা করছে। তবে আতঙ্ক কাটছে না ক্রিকেটারদের। গতকাল কলকাতা নাইট রাইডার্স আহমেদাবাদে পৌঁছেছে। সাকিবদের প্রত্যেকের পরণে ছিল পিপিই, ফেসশিল্ড, গ্লাভস এবং মাথার টুপি।

নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার থেকে জানা যায়, শুধু ক্রিকেটার নয়, দেশটি ছেড়ে পালাচ্ছেন ভারতীয় ধনীরাও। করোনার সংক্রমণ বাড়ায় ব্যক্তিগত কিংবা ভাড়া করা বিমানে দেশ ছেড়ে পালাচ্ছেন তারা। অধিকাংশ ধনী ভারতীয়ের গন্তব্য হচ্ছে সংযুক্ত আরব আমিরাত।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়