স্পোর্টস প্রতিবেদক
আপডেট: ১০:০৭, ২৮ এপ্রিল ২০২১
ঘরের মাঠে রিয়ালকে হারিয়ে এগিয়ে চেলসি
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালের প্রথম লেগের খেলায় রিয়াল মাদ্রিদের মাঠে ১-১ গোল ব্যবধানে ড্র করেছে ইংলিশ ক্লাব চেলসি। আর এই ড্র-ই এগিয়ে নিলো চেলসিকে। কেননা দ্বিতীয় লেগের খেলায় গোলশূন্যতে ড্র করলেই ফাইনালের টিকেট নিশ্চিত করবে চেলসি।
এদিন ম্যাচের ১০ মিনিটে প্রথম সুযোগটা পায় টমাস টুখেলের চেলসি। বাঁ পাশ থেকে আসা মেসন মাউন্টের ক্রসে দারুণ হেড করে টিমো ভের্নারের দিকে বল বাড়ান ক্রিস্টিয়ান পুলিসিক। কিন্তু ভের্নারের শট পা বাড়িয়ে ফিরিয়ে দেন রিয়াল মাদ্রিদের দীর্ঘকায় গোলরক্ষক থিবো কোর্তোয়া।
চার মিনিট পর দারুণ গোলে এগিয়ে যায় চেলসি। মাঝমাঠ থেকে জার্মান ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগারের উঁচু করে বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে ডি-বক্সে নিয়ন্ত্রণে নেন পুলিসিক। এগিয়ে আসা গোলরক্ষককে কাটিয়ে শট নেন যুক্তরাষ্ট্রের এই মিডফিল্ডার, বল গোললাইনে রাফায়েল ভারানের গায়ে লেগে জালে জড়ায়।
এরপর আক্রমণের ধার বাড়ায় রিয়াল। ২৩তম মিনিটে বেনজেমার দূর থেকে নেওয়া শট পোস্টের বাইরের দিকে লাগে। পাল্টা আক্রমণে ভীতি ছড়াচ্ছিল চেলসিও।
শেষ ১৫ মিনিটে বৃষ্টির তেজ বাড়ে, কমে ফুটবলের গতি। প্রতিপক্ষের সীমানায় ভীতি ছড়াতেও পারেনি কেউ। ম্যাচটি শেষ হয়নি ১-১ গোল ব্যবধানেই।
আইনিউজ/স্পোর্টস
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























