Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪১, ৩০ এপ্রিল ২০২১
আপডেট: ১২:৫৪, ৩০ এপ্রিল ২০২১

তাসকিন-তাইজুলের জোড়া আঘাত

আগের দিনের খেলার বিষহীন বোলিং এর দুঃখ ঘুচাতেই যেন মরিয়া হয়ে আছেন আজকের টাইগার বোলাররা। শুক্রবার প্রথম সেশনের খেলায় টাইগার পেসার তাসকিন আহমেদের জোড়া উইকেটের পর এবার নিজের প্রথম উইকেট তুলে নেন তাইজুল ইসলাম।

এই প্রতিবেদন লিখা পর্যন্ত শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ৩২৭ রান।

ষষ্ঠ উইকেটে ব্যাট করতে নেমেছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পাথুম নিশানকা। তিনি অপরাজিত রয়েছেন ০ রানে। আর ওসাদা ফার্নান্দো অপরাজিত রয়েছেন ৬৫ রানে।

গতকাল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) শ্রীলংকার বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টে মাঠে নেমেছিলো বাংলাদেশ জাতীয় দল। টেস্টের প্রথম দিনে একটি মাত্র উইকেট শিকার করেছেন বোলাররা। ফলে এক হতাশার দিন কেটেছে গতকাল টাইগারদের।

প্রথম দিন শেষে শ্রীলংকার সংগ্রহ ১ উইকেটে ২৯১ রান। লাহিরু থিরিমান্নে ১৩১ ও ওশাডা ফার্নান্দো ৪০ রানে ব্যাট করছেন।

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে। এ সময় তিনি বলেছিলেন, এমন উইকেটে শুরুতে ব্যাটিং সহজ হবে। সেই কথা প্রমাণেই যেন শুরু থেকে দেখে খেলে সহজেই রান তুলতে থাকেন দুই ওপেনার।

প্রথম সেশনে একবার তাসকিনের বলে করুণারত্নের ক্যাচ উঠলেও তা তালুবন্দী করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ২৮ রানে জীবন পাওয়া ইনিংসটিকে শতকে রূপান্তরিত করেন লংকান অধিনায়ক। এছাড়া আরো দুয়েকটি হাফ চান্সও কাজে লাগাতে পারেনি টাইগাররা। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়