Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:০১, ১ মে ২০২১
আপডেট: ১৮:০৪, ১ মে ২০২১

ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

তৃতীয় সেশনের শুরুতে অধিনায়ক মুমিনুল হক ও উইকেটরক্ষক লিটন দাশকে হারিয়ে ফলোঅনের শঙ্কায় পড়ে গেছে সফরকারী টাইগাররা।

৭ উইকেট হারিয়ে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। এর লক্ষ্যে ২২৪ রান না তুলতেই দলের ব্যাটসম্যানরা উইকেট দিয়ে বিদায় নিয়েছেন। ২৪১ রানে ৭ম, ২৪৩ রানে পড়েছে ৮ম উইকেট। এখন লড়াই করছেন শুধু বোলাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংস শুরু করে ৮২ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান করেছে বাংলাদেশ।

ব্যাটিংয়ে শুরুটা দুর্দান্ত হলেও মধ্যাহ্ন ভোজের বিরতিতে যাওয়ার আগেই টপ-অর্ডারের ২ উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার সাইফ হাসানের (২৫) বিদায়ের পর শূন্য হাতে সাজঘরে ফেরেন শান্ত। সফরে এই নিয়ে টানা দুই ইনিংসে রানের খাতা খোলার আগে বিদায় নিলেন তিনি।

এরপর দুর্ভাগ্যের শিকার হয়ে ফের নার্ভাস নাইনটিতে বিদায় নেন তামিম ইকবাল। শ্রীলঙ্কা সফরে পাওয়া টানা তৃতীয় ফিফটিকে সেঞ্চুরিতে নিয়ে যেতে পারেননি তিনি। সাজঘরে ফেরার আগে ১৫০ বলে ১২ চারে ৯২ রান করেন তামিম। সাদা পোশাকের ক্রিকেটে এটি তার টানা চতুর্থ ফিফটি। এই সফরের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে দুই টেস্ট সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫০ রানের ইনিংস খেলেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে তামিমের রান ৯০ ও ৭৪*। লঙ্কানদের বিপক্ষে এই ৯২ রানই তার সর্বোচ্চ স্কোর। আশা জাগিয়েও ১০ম সেঞ্চুরি বঞ্চিত হওয়া তামিম শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট চালাচ্ছিলেন। অবশ্য সেঞ্চুরির আশায় দ্বিতীয় সেশনে একটু ধীর গতিতে খেলতে থাকেন তিনি। ৭০ রানে মধ্যাহ্ন ভোজের বিরতিতে গিয়েছিলেন ৩২ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান।

এর আগে দিনের শুরুতে তাসকিন আহমেদ আঘাত হানার পরপরই প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ইনিংসের ১৫৯.২ ওভারে নিজের চতুর্থ শিকার হিসেবে মেন্ডিসকে (৩৩) সাজঘরে ফেরান বাংলাদেশি পেসার। ৭২ বলে ৮ চার ও ১ ছয়ে ৭৭ রানে অপরাজিত ছিলেন নিরোশান দিকভেলা। লঙ্কান উইকেটরক্ষক ৬৪ ও মেন্ডিস ২২ রান নিয়ে তৃতীয়দিন শুরু করেন। আলোকস্বল্পতার কারণে শ্রীলঙ্কা দ্বিতীয় দিন শেষ করে ১৫৫.৫ ওভারে ৬ উইকেটে ৪৬৯ রান নিয়ে।

গত বৃহস্পতিবার কেন্ডির পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরু করে দুই দল। সিরিজের প্রথম ড্র হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়