Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৩, ২ মে ২০২১
আপডেট: ১০:৫৯, ২ মে ২০২১

চলছে চতুর্থ দিনের খেলা, টাইগারদের বিরুদ্ধে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ২০ রান

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২০ রান। শ্রীলঙ্কা এগিয়ে আছে ২৬২ রানে।

এর আগে তৃতীয় দিনের শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারিয়ে বসে লঙ্কানরা। ওপেনার লাহিরু থিরিমান্নে ও ওয়ান ডাউনে নামা ওশাদা ফার্নান্ডোকে হারিয়ে ১৭ রানে দিন শেষ করেছিল স্বাগতিকরা।

ক্যান্ডি টেস্টের প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। জবাবে মাত্র ২৫১ রানে অলআউট হয়ে গেছে টাইগাররা। বল হাতে টাইগারদের একাই ধ্বসিয়ে দিয়েছেন প্রবীণ জয়বিক্রমা। 

প্রবীণ জয়বিক্রমা ৩২ ওভার বল করে ৯২ রান দিয়ে মোট ৬টি উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন সুরাঙ্গা লাকমাল এবং রমেশ মেন্ডিস।

এর ফলে প্রথম ইনিংসেই ২৪২ রান পেছনে পড়ে গেছে মুমিনুল বাহিনী। শ্রীলঙ্কার সামনে সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশকে ফলো অন করানোর। বিস্তারিত...

স্কোর:

শ্রীলঙ্কা: ১ম ইনিংসে ১৫৯.২ ওভারে ৪৯৩/৭ ডিক্লে.

দ্বিতীয় ইনিংস- ২০/২

বাংলাদেশ: ১ম ইনিংসে ৮৩ ওভারে ২৫১/১০

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়