Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৮, ২ মে ২০২১
আপডেট: ১৫:১৭, ২ মে ২০২১

বিরতির আগেই চার উইকেট হারালো লঙ্কানরা

দুই ম্যাচ টেস্টের চতুর্থদিনে বিরতিতে যাওয়ার আগেই ক্রিজ থেকে চার লঙ্কান ব্যাটসম্যানকে ফেরত পাঠিয়েছে বাংলাদেশের টাইগাররা। বাংলাদেশ মাত্র ২৫১ রানে অলআউট হলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয়দিন শেষে ২ উইকেট হারিয়ে ১৭ সংগ্রহ করে স্বাগতিকরা। চতুর্থদিনের খেলায় আজ ফের ব্যাট করতে নামেন আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ১৭২ রান। ফলে লিড দাঁড়িয়েছে ৪১৪ রানে। ক্রিজে ২৩ রানে নিরোশান দিকভেলা এবং ২ রানে রমেস মেন্ডিস অপরাজিত রয়েছেন।

১২ রান তুলে তাইজুল ইসলামের বলে আউট হন ম্যাথিউস। পরের উইকেটে ব্যাট করতে নামা ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে লিড বাড়াতে থাকেন করুনারত্নে। তুলে নেন ক্যারিয়ারের ২৬তম অর্ধশত রান। ব্যক্তিগত ৬৬ রানে সাইফ হাসানের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন করুনারত্নে।

পরের উইকেটে ব্যাট করতে আসা ধনঞ্জয়া ডি সিলভাকে আউট করেন মিরাজ। ৫২ বলে ৪১ রান তুলেন তিনি। আর তাইহুলের বলে আউট হওয়ার আগে ২৪ রান করেন নিশানকা।

এর আগে তৃতীয় দিনের শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারিয়ে বসে লঙ্কানরা। ওপেনার লাহিরু থিরিমান্নে ও ওয়ান ডাউনে নামা ওশাদা ফার্নান্ডোকে হারিয়ে ১৭ রানে দিন শেষ করেছিল স্বাগতিকরা।

ক্যান্ডি টেস্টের প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। জবাবে মাত্র ২৫১ রানে অলআউট হয়ে গেছে টাইগাররা। বল হাতে টাইগারদের একাই ধ্বসিয়ে দিয়েছেন প্রবীণ জয়বিক্রমা। 

প্রবীণ জয়বিক্রমা ৩২ ওভার বল করে ৯২ রান দিয়ে মোট ৬টি উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন সুরাঙ্গা লাকমাল এবং রমেশ মেন্ডিস।

এর ফলে প্রথম ইনিংসেই ২৪২ রান পেছনে পড়ে গেছে মুমিনুল বাহিনী। শ্রীলঙ্কার সামনে সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশকে ফলো অন করানোর। বিস্তারিত...

স্কোর:

  • শ্রীলঙ্কা: ১ম ইনিংসে ১৫৯.২ ওভারে ৪৯৩/৭ ডিক্লে.
  • দ্বিতীয় ইনিংস- ২০/২
  • বাংলাদেশ: ১ম ইনিংসে ৮৩ ওভারে ২৫১/১০

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়