স্পোর্টস ডেস্ক
আপডেট: ১৮:১৩, ২ মে ২০২১
লঙ্কান ঘূর্ণিতে দিশেহারা বাংলাদেশ
বাংলাদেশের সামনে পাহাড়সম লক্ষ্যে ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা। কিন্তু এর জবাবে শুরুটা মোটেও ভালো হয়নি সফরকারীদের। দলীয় সংগ্রহ একশ পেরুতেই সাজঘরে ফিরে গেছেন টপঅর্ডারের তিন ব্যাটসম্যান।
ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে শুরুতে স্পিনার রমেশ মেন্ডিসের বলে সাজঘরে ফিরেন তামিম ইকবাল (২৪)। তার ২৬ বলে ২৪ রানের ইনিংসটি সাজানো ছিল ৩ চার ও ১ ছয়ে। তামিমের বিদায়ের পর উইকেটে সেট হয়েও প্রবীণ জয়াবিক্রমের ঘূর্ণিতে হার মানলেন ওপেনার সাইফ হাসান (৩৪) ও নাজমুল হোসেন শান্ত (২৬)। অভিষেক টেস্ট খেলতে নামা এই লঙ্কান স্পিনার এর আগের ইনিংসে ৬ উইকেট নিয়ে একাই গুঁড়িয়ে দেয় সফরকারীদের।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২৬ ওভারে ৩ উইকেটে ১১২ রান করেছে সফরকারীরা। ব্যাটিংয়ে আছেন অধিনায়ক মুমিনুল হক (২৭) ও মুশফিকুর রহিম (১)। জয়ের জন্য আরও ৩২৫ রান দরকার টাইগারদের।
এর আগে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। স্বাগতিকেরা প্রথম ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ৪৯৩ রান নিয়ে।
শ্রীলঙ্কাকে বড় লিড এনে দেন দিমুথ করুনারত্নে। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ৬৬ রান করেন লঙ্কান অধিনায়ক। এ ছাড়া ধনাঞ্জয়া ডি সিলভার ব্যাট থেকে আসে ৪১ রান।
চতুর্থদিনে বাংলাদেশের সফল বোলার তাইজুল। টেস্ট ক্যারিয়ারে অষ্টমবারের মতো তিনি দেখা পেলেন ৫ উইকেটের। তাইজুলের বলে নবম উইকেট হিসেবে সুরঙ্গা লাকমল আউট হওয়ার সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা করে লঙ্কানরা।
কেন্ডির পাল্লেকেলেতে দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু হয় ২৯ এপ্রিল। সিরিজের প্রথম টেস্ট ড্র হয়।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























