Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৩০, ২ মে ২০২১
আপডেট: ২৩:৫৮, ২ মে ২০২১

ইতালিয়ান লিগের শিরোপা ইন্টার মিলানের

১১ বছর পর ইতালিয়ান লিগ সিরি আয় চ্যাম্পিয়নের মুকুট উঠল ইন্টার মিলানের মাথায়। রোববার লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আতালান্তা পয়েন্ট হারায় সাস্সুয়োলোর বিপক্ষে। ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়াতে চার ম্যাচ হাতে থাকতেই শিরোপা নিশ্চিত হয়ে যায় ইন্টারের।

শনিবার ক্রোতনকে ২-০ গোলে হারিয়েছিল ইন্টার। আতালান্তার চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে দলটি।

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স জুভেন্তাসের চেয়ে মাত্র এক পয়েন্ট পেছনে থেকে লিগ শেষ করেছিল ইন্টার। তবে আন্তোনিও কান্তের দল এবার জুভদের থেকে ঢের এগিয়ে থেকে লিগ নিশ্চিত করল।

এবারের আগে টানা ৯ বার ইতালির লিগে শিরোপা জিতেছে জুভেন্তাস। দলটির সেই আধিপত্যও ভাঙল ইন্টার।  এ নিয়ে ১৯তম বারের মতো লিগ শিরোপা জিতল দলটি।

সবশেষ ২০১০ সালে যারা লিগ শিরোপা জিতেছিল। সেবার হোসে মরিনহোর অধীনে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ দুটি শিরোপাই ঘরে তুলে মিলান জায়ান্টরা।

ইন্তার কোচ কান্তের এটি চতুর্থ সিরিজ শিরোপা। এর আগে ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত জুভদের টানা তিনটি লিগ শিরোপা উপহার দিয়েছে। ২০১৭ সালে চেলসিকে জিতিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়