Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৪, ৬ মে ২০২১
আপডেট: ১৬:০০, ৬ মে ২০২১

আজ সন্ধ্যায় দেশে ফিরছেন সাকিব-মুস্তাফিজ

সাকিব-মুস্তাফিজ

সাকিব-মুস্তাফিজ

করোনাভাইরাসের কারণে মাঝপথেই বন্ধ হয়ে গেছে বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের এবারের আসর। এমন অবস্থায় নিজ দেশে ফিরে যাচ্ছেন টুর্নামেন্টে অংশ নেওয়া ক্রিকেটার-কোচরা। ফিরছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানও।

সাকিব-মুস্তাফিজের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যায় ঢাকায় ফিরবেন আইপিএলে অংশ নেওয়া এই দুই বাংলাদেশি ক্রিকেটার। 

বিসিবির লজিস্টিক সাপোর্টের কর্মকর্তা ওয়াসিম খান গণমাধ্যমে জানিয়েছেন, ‘সাকিব-মুস্তাফিজ ঢাকার ফ্লাইট ধরবেন আহমেদাবাদ থেকে। একটি চার্টার্ড ফ্লাইটে তারা বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় নামবেন।’

দুজনই দেশে ফিরবেন একই ফ্লাইটে। ফ্লাইটের খরচের কিছু অংশ বহন করছে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স ও মোস্তাফিজের দল রাজস্থান রয়্যালস।

হঠাৎ আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় সাকিব-মোস্তাফিজের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এদিকে সামনে শ্রীলঙ্কা সিরিজ থাকায় তাদের বিশেষ ব্যবস্থায় ফেরানো হচ্ছে। সেই সঙ্গে এই দুই তারকার জন্য কোয়ারেন্টাইন শিথিলের অনুরোধ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় বিসিবি। তবে স্বাস্থ্য অধিদপ্তর তাদের কোয়ারেন্টাইনের সময়সীমা শিথিল করেনি। দেশে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে সাকিব-মোস্তাফিজকে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়