Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:২০, ৯ মে ২০২১
আপডেট: ২১:১২, ৯ মে ২০২১

বাবা হারালেন সাকারিয়া

করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গেছে আইপিএল। কিন্তু এমন সময়ে বাড়ি ফিরেও স্বস্তিতে ছিলেন না রাজস্থান রয়্যালসের চেতন সাকারিয়া। কেননা তার বাবা অসুস্থ হয়ে ছিলেন হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি। করোনা কেড়ে নিয়েছে সাকারিয়ার বাবাকে।

কয়েক মাস আগে আত্মহত্যা করেছেন সাকারিয়ার ছোট ভাই রাহুল সাকারিয়া। এবার হারাতে হলো বাবাকে।

রোববার গুজরাটের ভাবনগরের একটি হাসপাতালে মারা গেছেন চেতন সাকারিয়ার বাবা কানজিভাই। আইপিএল থেকে অর্জিত সব টাকা দিয়ে বাবার চিকিৎসা করাচ্ছিলেন সাকারিয়া। শনিবারও হাসপাতালে গিয়ে বাবার সঙ্গে দেখা করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত বাবাকে বাঁচাতে পারলেন না।

বল হাতে আলো ছড়ানোর পর বেশ কয়েকটি সাক্ষাৎকারে সামনের দিনগুলোতে মা-বাবার সঙ্গে সুন্দর জীবন কাটানোর ইচ্ছের কথা জানিয়েছিলেন সাকারিয়া। কিন্তু তার সুখের সময় বেশি দিন থাকল না।

রাজস্থান ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে সাকারিয়ার বাবার মৃত্যুর খবর। টুইটারে তারা লিখেছে, ‘মিস্টার কানজিভাই সাকারিয়ার মৃত্যুর খবর জানানো আমাদের জন্য কষ্টের। তিনি আজ (রোববার) করোনার সঙ্গে যুদ্ধে হেরে গেছেন। আমরা চেতন সাকারিয়ার পাশেই আছি। তার পরিবারের এই কঠিন সময়ে সবধরনের সমর্থন দিচ্ছি।’

অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর বাড়ি ফিরে যান সাকারিয়া। তখন থেকেই তার সময় কেটেছে হাসপাতালে চিকিৎসাধীন বাবার পাশে। আইপিএল চলাকালীন সময়েই এই পেসারের বাবা করোনায় আক্রান্ত হয়েছিলেন।

আইপিএল স্থগিত হওয়ার আগে রাজস্থানের হয়ে সাত ম্যাচে ৭টি উইকেট শিকার করেছেন সাকারিয়া। এর মধ্যে পাঞ্জাব কিংসের বিপক্ষে লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল ও ঝাই রিচার্ডসনের উইকেট নিয়েছেন তিনি। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফিরিয়েছেন সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি ও আম্বাতি রাইডুকে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়