Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৮, ১০ মে ২০২১
আপডেট: ১৫:২১, ১০ মে ২০২১

বাংলাদেশ সফরের আগেই শ্রীলঙ্কা দলে করোনার হানা

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১৬ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল।

সফরের জন্য এখনো দল ঘোষণা করেনি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। কিন্তু তার আগে করোনা হানা দিয়েছে লঙ্কান শিবিরে। দলের দুজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত এই দুই ক্রিকেটার হলেন ধনঞ্জয় লক্ষণ ও ঈশান জয়ারত্নে। দুজনই মূলত অলরাউন্ডার। তবে শ্রীলঙ্কার হয়ে এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি তাদের। আসন্ন বাংলাদেশ সফরে যে তারুণ্যনির্ভর দল পাঠাতে চাইছেন লংকান নির্বাচকরা, সেই দলের জন্য বেশ ভালোভাবেই বিবেচনায় ছিলেন তারা!

এর আগে শ্রীলঙ্কার প্রাথমিক দলে থাকা আরেক অনভিষিক্ত পেসার শিরান ফার্নান্দো করোনায় আক্রান্ত হয়েছিলেন। সম্প্রতি ১৪ দিনের আইসোলেশন শেষ করে দলের সঙ্গে প্রস্তুতি ক্যাম্পে যোগ দেন তিনি। ধারণা করা হচ্ছে, সেখান থেকে ভাইরাসের সংক্রমণ ঘটেছে এবং দুই অলরাউন্ডার আক্রান্ত হয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়