Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৭, ১২ মে ২০২১
আপডেট: ২০:০১, ১২ মে ২০২১

ওয়াটলিংয়ের অবসরের ঘোষণা

অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান বিজে ওয়াটলিং। আগামী জুনে অনুষ্ঠিতব্য আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর আর মাঠে দেখা যাবে না তাকে।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে ওয়াটলিংয়ের অবসরের কথা জানানো হয়েছে।

ওয়াটলিং নিজের অবসর ঘোষণা করার পর বলেন, ‘এটাই সরে যাওয়ার সঠিক সময়। নিউজিল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করা, বিশেষ করে টেস্ট ব্যাগি মাথায় তোলা ভীষণ গর্বের। টেস্ট ক্রিকেটেই খেলাটা আসল মজা। সাদা জার্সিতে সতীর্থদের সঙ্গে কাটানো প্রত্যেকটা মিনিট আমি উপভোগ করেছি।’

নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেও ভারতের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামা এখনো নিশ্চিত নয় ওয়াটলিংয়ের। কারণ জুনের শুরুতেই ইংল্যান্ডের বিরুদ্ধে ২টি টেস্টের সিরিজ খেলবে নিউজিল্যান্ড। 

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ২০ জনের দলে নির্বাচিত হয়েছেন ওয়াটলিং। তবে পারফরম্যান্স আহামরি না হলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে নির্বাচিত নাও হতে পারেন তিনি। কিউই নির্বাচকরা পরবর্তী সময়ে ভারতের বিরুদ্ধে মহারণনেরর জন্য ১৫ জনের স্কোয়াড বেছে নেবেন।

৩৫ বছর বয়সী ওয়াটলিং এখন পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ৭৩টি টেস্ট, ২৮টি ওয়ানডে ও ৫টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন। ২০০৯ সালে নেপিয়ারে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ওয়াটলিংয়ের আন্তর্জাতিক অভিষেক হয়।

টেস্টে ৮টি সেঞ্চুরি ও ১৯টি হাফসেঞ্চুরিসহ মোট ৩৭৭৩ রান সংগ্রহ করেছেন ওয়াটলিং। ক্যাচ ধরেছেন ২৫৯টি, স্ট্যাম্পিং করেছেন ৮টি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়