Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৪৮, ১২ মে ২০২১
আপডেট: ০০:৩১, ১৩ মে ২০২১

ক্রিকেটার নাসুম আহমদের পিতা নিখোঁজ

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমদের পিতা আক্কাস আলী (৫৬) নিখোঁজ হয়েছেন। এ ব্যাপারে মঙ্গলবার (১১ মে) এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়রি (জিডি এন্ট্রি) করেন নাসুম আহমদ।

জানা গেছে, গত ৩০ এপ্রিল সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পশ্চিম পীরমহল্লাস্থ ঐক্যতান ১৮০নং বাসা থেকে কাউকে কিছু না বলে তিনি বের হয়ে যান। এরপর থেকে আর বাসায় ফিরে আসেননি তিনি।

সাধারণ ডায়রিতে নাসুম উল্লেখ করেন, গত ৩০ এপ্রিল বাসা থেকে তার বাবা আক্কাস আলী বের হয়ে আর বাসায় ফিরেননি। তার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখে দাঁড়ি রয়েছে। নিখোঁজের সময় পরনে লাল রংয়ের হাফ গেঞ্জি এবং কালো রংয়ের লুঙ্গি ছিল।

আক্কাস আলী গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামেও যাননি বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি মাইনুল ইসলাম জাকির বলেন, নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। পুলিশ নিখোঁজ আক্কাস আলীকে খুঁজে পেতে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে সারা দেশের থানাগুলোতে ওয়্যারলেস বার্তায় তাকে খুঁজে দেওয়ার অনুরোধ করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়