Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:১৪, ১৩ মে ২০২১
আপডেট: ১৮:১৯, ১৩ মে ২০২১

টেস্টে র‍্যাংকিংয়ে পয়েন্ট হারাল বাংলাদেশ

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালে আগামী মাসে মাঠে নামবে ভারত ও নিউজিল্যান্ড। এর আগে বার্ষিক হালনাগাদকৃত র‍্যাংকিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সেখানে শীর্ষে আছে ভারত। কিন্তু বাংলাদেশ হারিয়েছে ৫ রেটিং পয়েন্ট।

বৃহস্পতিবার প্রকাশিত হালনাগাদে ২০১৭-১৮ মৌসুমের পারফরম্যান্স বিবেচনার বাইরে চলে গেছে। গত বছরের মে থেকে এই পর্যন্ত পারফরম্যান্সের শতভাগ, ২০১৮-১৯ ও ২০১৯-২০ মৌসুমের পারফরম্যান্সের ৫০ ভাগ এখানে বিবেচনায় নেয়া হয়েছে।

গত এক বছরে চার টেস্ট খেলে তিনটিতেই হেরেছে বাংলাদেশ, ড্র করতে পেরেছে একটি। এছাড়া বিবেচনায় নেয়া আগের দুই মৌসুমে ১৩ টেস্টের ৯টিতেই হেরেছে টাইগাররা। এর মধ্যে আছে আফগানিস্তান ও জিম্বাবুয়ের কাছে ঘরের মাঠে হার। এই সময়টায় চার জয়ের দুটি করে ছিল ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে, দেশের মাঠে।

এই পারফরম্যান্সের কারণে বাংলাদেশকে ৫ রেটিং পয়েন্ট হারাতে হয়েছে। ৪৬ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বর অবস্থান অবশ্য এখনো হারাতে হয়নি। হালনাগাদে ৮ রেটিং পয়েন্ট বাড়লেও জিম্বাবুয়ে আছে তালিকার ১০ নম্বরে। তাদের রেটিং পয়েন্ট ৩৫।

শীর্ষে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১২১। মাত্র এক পয়েন্ট পিছিয়ে থেকে বিরাট কোহলির দলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নিউজিল্যান্ড। হালনাগাদে ভারতের এক ও কিউইদের দুই রেটিং পয়েন্ট বেড়েছে। তিন রেটিং পয়েন্ট বেড়ে তিনে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ১০৯। 

১০৮ পয়েন্ট নিয়ে চারে অস্ট্রেলিয়া। অজিরা হারিয়েছে পাঁচ পয়েন্ট। ২০১৭-১৮ অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ডের ৪-০তে হার এবার বিবেচনার বাইরে চলে যাওয়ায় এই দুই দলের অবস্থানে রদবদল হয়েছে। পাকিস্তান ৯৪ পয়েন্ট নিয়ে পাঁচে আছে। তাদের বেড়েছে তিন পয়েন্ট।

হালনাগাদে বড় সুখবর পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অষ্টম থেকে তারা উঠে এসেছে সোজা ষষ্ঠ স্থানে। ২০১৩ সালের পর যা তাদের সেরা অবস্থান। তিন রেটিং পয়েন্ট বেড়ে ক্যারিবিয়ানদের বর্তমান পয়েন্ট ৮৪।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা পেয়েছে উল্টো স্বাদ। ৯ রেটিং পয়েন্ট হারিয়ে ৮০ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে সাতে। টেস্ট র‌্যাঙ্কিংয়ের ইতিহাসে যা দলটির সর্বনিম্ন অবস্থান। আফগানিস্তান ও আয়ারল্যান্ড টেস্ট মর্যাদা পেলেও র‍্যাংকিং তালিকায় জায়গা পাওয়ার মতো যথেষ্ট ম্যাচ এখনো খেলতে পারেনি তারা।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়