Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৩০, ১৪ মে ২০২১
আপডেট: ১৪:৩০, ১৪ মে ২০২১

সন্তানদের নিয়ে শিশিরের ঈদ উদযাপন, মিস করছেন সাকিবকে

শিশিরের পোস্ট করা দুই ছবি

শিশিরের পোস্ট করা দুই ছবি

করোনাভাইরাসের কারণে মাঝপথে বন্ধ হয়ে গেছে আইপিএল। বিশেষ ব্যবস্থায় বাংলাদেশে ফিরে হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

 স্ত্রী, দুই কন্যা ও একমাত্র ছেলে আছে যুক্তরাষ্ট্রে। ঈদের সময় প্রিয়জনদের টানে ফিরতে পারেন নি সাকিব।

এদিকে সাকিবকে ছাড়াই ঈদ উদযাপন করছেন সাকিবের স্ত্রী-সন্তানরা। কিন্তু প্রিয়জন যে কাছে নেই! এই ঈদের দিনে ঠিকই সাকিবকে মিস করছেন তার স্ত্রী সাকিব উম্মে আল হাসান শিশির।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিন সন্তানকে নিয়ে দুটি ছবি পোস্ট করেছেন তিনি। এক ছবিতে ছেলে ইজাহকে কোলে নিয়ে আছেন শিশির। আরেক ছবিতে তার সঙ্গী দুই কন্যা। শিশির ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক! ইজাহর প্রথম ঈদ। প্রিয় স্বামী তোমাকে মিস করছি!’

উল্লেখ্য, ২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে হাসান শিশিরকে বিয়ে করেন সাকিব আল হাসান। ২০১৫ সালের ৮ নভেম্বর জন্মগ্রহণ করেছেন সাকিবের প্রথম কন্যা আলায়না হাসান অব্রি। গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা ইররাম হাসানকে স্বাগত জানিয়েছেন সাকিব-শিশির জুটি। আর চলতি বছরের ১৬ মার্চ সাকিব দম্পতির কোলজুড়ে আসে ছেলে ঈজাহ আল হাসান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়