Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৪১, ১৫ মে ২০২১
আপডেট: ১৫:১৮, ১৫ মে ২০২১

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ব্রাজিল দল ঘোষণা

করোনাভাইরাসের প্রকোপে স্থগিত থাকা দক্ষিণ আমেরিকা অঞ্চলের কাতার বিশ্বকাপ বাছাইপর্ব আবারো মাঠে ফিরতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের শুরুর দিকের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। দলে ফিরেছেন নেইমার জুনিয়র ও ডিফেন্ডার দানি আলভেস।

সবশেষ গত নভেম্বরে এই অঞ্চলের বাছাইপর্ব মাঠে গড়িয়েছিল। সেই সূচিতে নিজেদের দুই ম্যাচে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে দলে ছিলেন না নেইমার ও আলভেস। দল ঘোষণার সময় নেইমার শুরুতে স্কোয়াডে থাকলেও ম্যাচের সপ্তাহ দুই আগে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন পিএসজি তারকা।

আগামী ৪ জুন ইকুয়েডরের বিপক্ষে ঘরের মাঠে খেলবে ব্রাজিল। এর চার দিন পর প্যারাগুয়ের মাঠে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই দুই ম্যাচের জন্য শুক্রবার ২৪ সদস্যের দল ঘোষণা করেন তিতে।

বাছাইপর্বে প্রথম চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ব্রাজিল। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইকুয়েডর ও প্যারাগুয়ে ৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে।

ব্রাজিল দল:

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), ওয়েভারতন (পালমেইরাস), এদেরসন (ম্যানচেস্টার সিটি)

ডিফেন্ডার: দানি আলভেস (সাও পাওলো), দানিলো (ইউভেন্তুস), আলেক্স সান্দ্রো (ইউভেন্তুস), রেনান লোদি (আতলেতিকো মাদ্রিদ), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), চিয়াগো সিলভা (চেলসি), লুকাস ভেরিসিমো (বেনফিকা), মার্কিনিয়োস (পিএসজি)

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিয়ো (লিভারপুল), ফ্রেদ (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকুয়েতা (অলিম্পিক লিওঁ), দগলাস লুইস (অ্যাস্টন ভিলা), এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো)

ফরোয়ার্ড: এভারটন (বেনফিকা), রবার্তো ফিরমিনো (লিভারপুল), গাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), নেইমার (পিএসজি), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রিচার্লিসন (এভারটন)।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়