Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৫৮, ১৫ মে ২০২১
আপডেট: ০১:২১, ১৬ মে ২০২১

সিরিজ খেলতে রোববার বাংলাদেশ আসছে শ্রীলঙ্কা দল

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রোববার সকালে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এদিন সকাল ৮টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তাদের বহনকারী শ্রীলঙ্কা এয়ারলাইন্সের বিমান।

দেশ থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়েই বাংলাদেশে আসছেন লঙ্কান ক্রিকেটাররা। তবে এখানে এসেও তাদের তিনদিনের রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

আগামী ১৯ মে প্রথম অনুশীলনে নামবে শ্রীলঙ্কা দল। অনুশীলন করবে মিরপুরের একাডেমি মাঠে। পরের দিনও অনুশীলনের পর ২১ মে বিকেএসপির ৩ নম্বর মাঠে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। 

আগামী ২৩ মে দুই দলের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের দুটি ওয়ানডে যথাক্রমে ২৫ ও ২৮ মে। দিবারাত্রির প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। 

বিশ্বকাপ সুপার লিগের অন্তর্গত প্রতিটি ম্যাচের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট। এর আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়ে ৩০ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে একই প্রতিপক্ষের (ওয়েস্ট ইন্ডিজ) মাটিতে খেলতে গিয়ে ৩০ পয়েন্ট হারিয়েছে শ্রীলঙ্কা। 

এবারের সিরিজে জৈব সুরক্ষা বলয় নিয়ে সর্বোচ্চ সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সপ্তাহ আগেই হোটেল কর্মকর্তা ও গ্রাউন্ডসম্যানদের আইসোলেশনে পাঠিয়েছে ক্রিকেট বোর্ড। দুই দলের জন্য হোটেলের তিনটি ফ্লোর পুরোপুরি আলাদা করে রাখা হয়েছে। এসবের পাশাপাশি নিয়মিত সবার কোভিড পরীক্ষা করানো হবে। 

এ বিষয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমরা সব সময় হোটেল কর্মকর্তাদের আইসোলেশনে রাখি। এবারও ব্যতিক্রম হবে না। শ্রীলংকা ক্রিকেট দল ঢাকা আসার সাতদিন আগে তারা আইসোলেশনে চলে গেছেন। তাদের ঈদের ছুটিও বাতিল করা হয়েছে। আবার গ্রাউন্ডসম্যানদের জন্যও আমরা আইসোলেশনের ব্যবস্থা করেছি।’

দেবাশীষ চৌধুরী আরো বলেন, ‘বাংলাদেশই সম্ভবত একমাত্র দেশ যারা গ্রাউন্সম্যানদেরও আইসোলেশনে রাখে। অন্যান্যরা গ্রাউন্সম্যানদের খেলোয়াড়দের থেকে নির্দিষ্ট দূরত্বে থাকতে বলে। আমাদের জন্য আশার খবর হচ্ছে আমরা একটা ভেন্যুতেই ম্যাচগুলো আয়োজন করবো। এজন্য অনেক কিছুই সহজ।’

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়