স্পোর্টস ডেস্ক
আপডেট: ১৫:২৫, ১৬ মে ২০২১
সিরিজ খেলতে ঢাকায় শ্রীলঙ্কা ক্রিকেট দল
তিন ওয়ানডে সিরিজ খেলতে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই বাংলাদেশে পৌঁছেছে লঙ্কান ক্রিকেট দল। রোববার সকাল ৮টা ১৫ মিনিটে শ্রীলংকা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছে শ্রীলঙ্কা ওয়ানডে দল। সেখান থেকে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে চলে যায় তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষে শনিবার এক বিবৃতিতে বলা হয়েছিল, রোববার সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে লঙ্কানরা। এসেই তিন দিনের কোয়ারেন্টাইনে চলে যাবে তারা।
বুধ ও বৃহস্পতিবার দুদিন কোয়ারেন্টাইনে থেকেই অনুশীলনের সুযোগ পাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এর আগে নিয়ম অনুযায়ী দুবার করোনা পরীক্ষা করা হবে দলের সব খেলোয়াড়, কর্মকর্তা ও সাপোর্ট স্টাফের।
বাংলাদেশ দল অবশ্য মঙ্গলবার থেকেই অনুশীলন শুরু করবে। বৃহস্পতিবার লাল দল ও সবুজ দলে ভাগ হয়ে বিকেএসপিতে একটি অনুশীলন ম্যাচও খেলবে তারা। পরদিন শ্রীলঙ্কা নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলবে একই ভেন্যুতে।
২২ মে দুই দলই অনুশীলন করবে। ২৩ মে মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। পরের দুটি ম্যাচ ২৫ ও ২৮ মে। দিবারাত্রির তিনটি ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।
সিরিজ শেষে ২৯ মে ফিরে যাবে লঙ্কানরা।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























