স্পোর্টস ডেস্ক
আপডেট: ০৯:৩২, ১৭ মে ২০২১
শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত রুবেল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার রুবেল হোসেন। কোমরে ব্যথা অনুভব করায় বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের অধীনে চিকিৎসাধীন আছেন তিনি। ফলে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে খেলা অনেকটা অনিশ্চিত হয়ে গেছে রুবেলের জন্য।
নির্বাচকদের সঙ্গে আলোচনা করে এরপরই শ্রীলংকার বিপক্ষে সিরিজের দলে রুবেলের থাকা প্রসঙ্গে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি। তবে এখনো তিনি আসন্ন সিরিজের দল থেকে বাইরে চলে যাননি বলেও জানিয়েছেন তিনি।
দেবাশীষ বলেন, রুবেল যেহেতু এক যুগের বেশি সময় ধরে এলিট লেভেলে বল করছেন সেহেতু এ ধরণের বোলারদের ব্যাকে কিছুটা ইস্যু হয়ে থাকে। রুবেলও তার ব্যতিক্রম না। কয়েক দফা স্ক্যান করানো হয়েছে, স্ক্যানে তার লো ব্যাকে কিছু সমস্যা দেখা গিয়েছে।
তিনি আরো বলেন, দীর্ঘ মেয়াদী বোলিংয়ের রিঅ্যাকশন হিসেবেই আমরা সাধারণত এমন কেস পেয়ে থাকি। এখন রুবেলের জন্য পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন। এই সমস্যাটা মাঝে মাঝে মাথাচাড়া দেবে। তাই রুবেলকে খুব ভালো একটা পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হবে। আর সে সেটিই করছে।
দেবাশীষ যোগ করেন, দেখুন ওর পুনর্বাসন প্রক্রিয়া চলছে। কাজেই ও দলে থাকবে কি না সেটা নির্বাচকরা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিবেন। আমাদের কাছে যখন আপডেট জানতে চাইবে যে ওর আজকের অবস্থা কি, আমরা সেটা জানাবো। তাই এখনই বলার প্রয়োজন নেই যে সেই দলের বাইরে চলে গেছে।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























